আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহের বলি তানভীর! ১৮ মাস কারাগারে

'অপরাধ না করেও আমার ছেলে ১৮ মাস ধরে জেল খাটছে। র‌্যাব-পুলিশও বলেছে, ও হত্যাকাণ্ডে জড়িত নয়। এরপরও জামিন পাচ্ছে না। রাখা হয়েছে সব কুখ্যাত সন্ত্রাসীর সঙ্গে হাই সিকিউরিটি জেলে। এরই মধ্যে আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

দেখা করতে গেলে এদিক-সেদিক শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আমরা এখন কোথায় যাব?' রাজধানীর উত্তরার বাসায় গতকাল দুপুরে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তানভীর রহমানের মা তাহমিনা খান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহমিনা খানকে সান্ত্বনা দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তানভীরের বাবা প্রকৌশলী মাহবুবুর রহমান। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'ছেলের চিন্তায় ওর মা অসুস্থ হয়ে পড়েছে।

' গ্রেফতারের আগ পর্যন্ত তানভীর রাজধানীর স্কলাসটিকা স্কুলে উপ-ব্যবস্থাপকের (ছাত্রবিষয়ক) দায়িত্ব পালন করছিলেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি, রাইফেলস পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স এবং এমবিএ সম্পন্ন করেন তিনি। তানভীর সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্কলাসস্টিকার কয়েকজন সহকর্মী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'তানভীরের ব্যবহার খুবই অমায়িক। সদা হাস্যোজ্জ্ব্বল থাকতেন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিকাংশ কর্মচারীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

মানুষ খুন করার পর কেউ সারা দিন স্বাভাবিক থাকতে পারে না। ওইদিন পুবাইলে স্কুলের পিকনিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আমাদের সঙ্গেই ছিলেন। প্রতিটি মুহূর্ত ছিলেন প্রাণবন্ত। ' তানভীরের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, 'সন্ধ্যার পর কোথাও খেতে যাওয়ার প্রস্তাব দিলেও সে সবসময়ই বলত, আগে মায়ের অনুমতি নিয়ে নিই। '

তানভীরকে আটক রাখা প্রসঙ্গে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেন, 'চাঞ্চল্যকর এ মামলাটির চার্জশিট যেন দ্রুত হয়।

একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে যারা গ্রেফতার আছেন, তাদের মানবাধিকারের বিষয়টিও আইনগতভাবে দেখতে হবে। ' তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে ১০ ফেব্রুয়ারি রাতে সাগর-রুনি খুন হওয়ার চার দিন পর মোবাইলফোনের কললিস্টের সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তানভীরকে ডেকে নিয়ে টানা দুই দিন জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনো সম্পৃক্ততা না পেয়ে ছেড়ে দেয়। পরে র‌্যাব ফেব্রুয়ারি থেকে ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ দফা জিজ্ঞাসাবাদ করে এবং ৯ অক্টোবর গ্রেফতার দেখায়। এরপর আদালতের নির্দেশে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

তানভীর এখন গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফোনকলসহ আরও কিছু বিষয়ের সূত্র ধরেই তানভীরকে গ্রেফতার করা হয়েছিল। তবে তদন্তে এখনো খুনের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। কারাগারে তানভীরের আচরণ সম্পর্কে জানতে চাইলে জেল সুপার আবদুর রাজ্জাক বলেন, 'তানভীর বেশ শান্ত প্রকৃতির।

অন্য বন্দীদের চেয়ে তিনি একটু আলাদা। এখনো তার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ' তানভীরের বাবা মাহবুবুর রহমান বলেন, 'যে কোনো শর্তে ছেলের জামিন চাই। আমার ছেলে জীবনে কাউকে একটি থাপ্পড়ও মারেনি। '

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.