আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে মনুষ্যত্ব এখন মৃত

আমি মানুষ হতে চাই। শক্তির সপক্ষে যারই মৃত্যু উল্লেখ করে তুমি উল্লাস করোনা কেন? মনে রেখো ইতিহাস লিখবে এত মানুষ মরেছে (ভাস্কর চৌধুরি)। আজ সকালে বিডি নিউজ এর একটি সংবাদে দেখলাম রা:বি: তে চোর সন্দেহে একটি অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা। খবরটা পড়ে অবাক হয়নি কারণ বর্তমান সময়ে এটি যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পরিচিত ঘটনা। কিন্তু আমার মনটা মানতে পারছেনা।

কিভাবে দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত যুবকগুলো এমন বর্বর কাজ করতে পারে!? তাহলে কি আমারা আবারও আদিম অন্ধকারের যুগে ফিরে যাচ্ছি যেখানে ব্যক্তির সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত ছিলো? এর উত্তর কারও জানা নেই... মনে পড়ে ২১ আগস্ট ২০০৭ (আমি তখন রা:বি: এর ছাত্র ছিলাম), সেনাবাহিনীর সাথে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। সেই বিশাল ধংসব লীলা ঘটেছে আমার চোখের সামনেই! এর আগে ও পরে অনেক রাজনৈতিক সংঘর্ষ এবং অনেক মৃত্যু আমরা দেখেছি। কিন্তু চোর সন্দেহে পিটিয়ে হত্যা সব ঘটনাকে ছাড়িয়ে যায়। এই ঘটনা আপত দৃষ্টিতে অনেকের কাছে ছোট মনে হলেও এটি বিশাল গুরুত্ব বহন করে। প্রশাসনের প্রতি ছাত্রদের অবিশ্বাস এর চরম পরিণতি এই ঘটনাকেই নির্দেএশ করে।

এটি বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলার বিরাজমান অবস্থাকেই নির্দেশ করে। আমরা জানিনা ফারুক হত্যা মামলার মতো এ ঘটনায় সরকারি কোন তৎপরতা আমরা দেখতে পাবো কিনা? অথবা মাননীয় প্রধানমন্ত্রী কোন মন্তব্য করবেন কিনা? এ এক অদ্ভুত সময়ের অদ্ভুত মানুষ আমরা! সব অনিশ্চয়তার মাঝে অস্থির সময়ের বাসিন্দা আমরা! এতোকিছুর পরেও বিবেকে তালা বন্ধ করে ভিতরে লুকিয়ে রাখতে পারিনা । বার বার কিছু প্রশ্ন উকি দেয় মনের গহীনে: এই অস্থির সময়ের জন্য দায়ী কারা? কেন আমার এ হত্যাযজ্ঞকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি? কেন আমাদের চিত্ত নাড়া দিচ্ছেনা? বিবেকের এই প্রশ্নবানে জর্জরিত হয়ে আমার গুটি কয়েক মানুষ প্রবল মানসিক কষ্টে দিনাপাত করছি। আজ নব প্রজন্ম এমন এক সমাজের মধ্যে দিয়ে বেড়ে উঠছে যেখানে মনুষ্যত্ব এখন মৃত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.