আমাদের কথা খুঁজে নিন

   

এবার লায়লা আলীকে চেলেঞ্জ ছুড়ে দিলেন প্রক্টর সালাম

আপাতত স্ট্যাটাস দেবার মত স্ট্যাটাস খুজছি .........ফেবুতে https://www.facebook.com/stimulators তে আছি । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুষ্টিযোদ্ধা প্রক্টর সালাম এবার চেলেঞ্জ ছুড়ে দিলেন মহিলা মুষ্টিযোদ্ধা লায়লা আলীর প্রতি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ চেলেঞ্জ ছুড়ে দেন। লায়লা আলী বিশ্ব বিখ্যেত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর কন্যা। প্রক্টর সালাম বলেন, বিশ্বে যা কিছু মহান সৃস্টি চির কল্যান কর, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।

নরনারীর মাঝে ভেদাভেদ সৃস্টির চেয়ে বড় পাপ আর নাই। মাঠে নামলে লড়াই হবেই। আমার বিশ্ববিদ্যালয় মহান, সেখানে যেসব গন্ডগোল সৃস্টি করা হয়, সেগুনোও মহান সৃস্টি। তার অর্ধেক গড়ে নারীরা, অর্থাত ছাত্রীরা, আর অর্ধেক গড়ে নরেরা, অর্থাত ছাত্ররা। আমি নরনারীর মাঝে ভেদাভেদ করি না।

গন্ডগোল সৃস্টিকারী ছাত্রকে যেমন বক্সিং মারি, তেমনি গন্ডগোল সৃস্টিকারিনী ছাত্রীকেও বক্সিং মারতে পিছপা হই না। আবেগঘন কণ্ঠে প্রক্টর সালাম বলেন, আমি প্রক্টর সালাম, মাইরা ফাডায়া ফালাম। প্রক্টর সালামের সাথে বক্সিং লড়বেন লায়লা আলী বিশ্বে চলমান মুষ্টিযুদ্ধে কেবল পুরুষের সংগে পুরুষ ও নারীর সংগে নারীর মারামারিকে কুরুচিকর আখ্যা দিয়ে প্রক্টর সালাম বলেন, পুরুষে পুরুষে নারীতে নারীতে মারামারি আস্তাগফিরুল্লাহ। এই সব নোংরা কাজে আমি নাই। আমি নারীর সংগে মারপিট করি।

তাই আমি লায়লা আলীকে চেলেঞ্জ দিয়ে বলছি, তোমার সংগে আমি দশ রাউন্ড বক্সিং লড়ব। দেখি তুমি কয় রাউন্ড টিকতে পার। নিজের কেম্পাসে প্রহৃত ছাত্রী সম্পর্কে তিনি বলেন, লড়াই করতে মাঠে নেমেছে অথচ তার কাপড়ের নাই ঠিক। আমি বললাম, এই বেয়াদ্দপ, সেলোয়ার কামিজ পরিধান করে বক্সিং করবি কিভাবে? যা গেঞ্জি আর পেন্ট পরে আয়। এই বলে আমি তাকে একটি দুধভাত ঘুষি মারি।

এতেই সে কাইত হয়ে পড়ে। সরকারকে বাকৃবির ছাত্রীদের জন্য ছোলা বরাদ্দের অনুরোধ জানিয়ে প্রক্টর সালাম বলেন, আমার ছাত্রীদের দরকার কেলশিয়াম ও মিনারেলস। সুত্র - মতিকণ্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.