ইহিহিহি!!! কমবেশি সবারই মনে হয় ছোটবেলার অপ্রিয় কিছু স্মৃতি থাকেই।আমার তো অসংখ্য তেমন দু একটা ঘটনা লিখছি এখানে। ##ফোঁড়া আহা ছোট আমি নিষ্পাপ,আমার কেন এত ফোঁড়া উঠত ।আসলে দোষ আমার আম্মুর,বেশি কান্নাকাটি করতাম বলে একদিন নাকি মুখ ফস্কে বলে ফেলেছিলেন,কান্নার শাস্তি হিসেবে আমার মুখে ফোঁড়া উঠুক।আম্মুর মুখ থেকে বলা কথাটা ফলে যাবে এভাবে আম্মু নিজেও নাকি কল্পনাও করেনি।সারা মুখ ভরতি ছোট বড় ফোঁড়া,সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে যখন ছোট দাদা আমাকে গ্রামের এক মহিলার কাছে নিয়ে যেতেন ফোঁড়া গেলে দেবার জন্য ।ডালিম কাঁটা কিংবা খেঁজুর কাঁটা হাতে নিয়ে মহিলা যখন আমার দিকে আগাতেন বুঝে নেন আমার অবস্থাটা ##মুভিং চেয়ারের উপর তক্তাঃসেলুনে বড়রা কি সুন্দর চেয়ারের উপর বসত,আর তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চুল কেটে দিত নরসুন্দররা,আমি দেখতাম আর ভাবতাম কি আরাম।কিন্তু আব্বু যখনি চুল কাটাতে নিয়ে যেতেন,নাপিত ব্যাটা চেয়ারের উপর কাঠের লম্বা একটা টুকরা দিয়ে আমাকে কোলে নিয়ে ওটার উপর বসিয়ে দিতেন,তারপর চুল কাটা।তখন মনে হত ছোটদের কোন আরাম নেইআহা আমার মুভিং চেয়ার ##পেঁয়াজের রস পেটে ব্যথা or গায়ে জর হলেই আম্মু পেঁয়াজ বেটে মাথার তালুতে লাগিয়ে দিত,এবার ওটা নিয়ে বসে থাকা,কি বিশ্রী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।