আমাদের কথা খুঁজে নিন

   

কেমন দেখলাম হেমলক সোসাইটি। ( ডাউনলোড লিঙ্ক সহ)

স্বপ্নে আছি...স্বপ্নে বাঁচি...স্বপ্নের সাথে মোর বসবাস হেমলক সোসাইটি মুভিটি দেখলাম। মুভিটি দেখে একটি আফসোস হচ্ছে যে এটি বন্ধু বান্ধব সহ বড় পর্দায় দেখার মত একটি মুভি কিন্তু কোলকাতার মুভি হওয়ায় তা সম্ভব না। কেউ ২ বার দেখলেও সে সবাই মিলে দেখতে যেতে চাইবে। মুভিটি 'দ্য সি ইনসাইড' থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত । কিন্তু আমি বলব হেমলক সোসাইটি 'দ্য সি ইনসাইড' কে ছাড়িয়ে গেছে, অন্তত আমার কাছে এমনটাই লেগেছে।

মুভিটির সবচেয়ে বড় দিক হচ্ছে হাস্যরসের মাধ্যমে দর্শকদের একটা মেসেজ পৌঁছে দেয়া , সংলাপ গুলো সত্যি অসাধারন হয়েছে। সংলাপ গুলো অনেক মজার মজার দৃশ্যের অবতারণা করেছে। প্লট অভিনব বলতেই হবে। হেমলক সোসাইটি এমন এক সংস্থা যার কাজ হচ্ছে আত্মহত্যা করতে ইচ্ছুককে সঠিক ভাবে আত্মহত্যা করতে সাহায্য করা। কিন্তু এর মুল উদ্দেশ্য তলে তলে তার বেচে থাকার উদ্দেশ্য কে জাগিয়ে তোলা, কত বড় বড় কষ্ট নিয়ে মানুষ সংগ্রাম করে যাচ্ছে আর কেউ আত্মহত্যার নামে যুদ্ধ থেকে পালাতে চাচ্ছে ,তাকে না পালিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে উজ্জীবিত করাই আসলে এই সোসাইটির কাজ।

কেন এই সোসাইটি দাড় করালো আনন্দ কর ( পরমব্রত) তার পিছনের ইতিহাস ছবিটির শেষে জানা যাবে। ছবিটির আর একটি দিক আছে অতিথি চরিত্র। অতিথি চরিত্রে শিক্ষক হিসেবে অনেক নামি অভিনেতা অভিনেত্রী আছেন । ড ধমনী ঘোষ(সব্যসাচী চক্রবর্তী), বিভিন্ন ওষূধ খেয়ে মরতে শেখাবেন দয়াল খাসনবিশ (শ্রীজিত মুখার্জী), ফাঁসিতে ঝুলে মরতে শেখাবেন ঝুলন গুপ্ত( সাবিত্রী চ্যাটার্জী), আগুনে পুড়ে মরতে শেখাবেন শিখা গুন( সুদেশনা রায়), ব্রিজ থেকে লাফ দিয়ে মরতে শেখাবেন সেতু ভেঙ্কট্ রমণ(রাজ চক্রবর্তী), আছেন সৌমিত্র চ্যাটার্জী, তার “আহা বলই না, তুমি যখন “পটী” কর, তখন কি বয় ফ্রেন্ডকে লাগে??” সংলাপটি তো অসাধারণ। এছাড়া কয়েক সেকেন্ড এর জন্য আছেন জিত।

অভিনয় এ অসাধারণ কারিশমা দেখিয়েছেন পরমব্রত। যদিও কোয়েল এর অভিনয় আমার কাছে ঠিক ওই মাত্রায় ভালোলাগেনি। গান গুলোর কথা তো নতুন করে বলার কিছু নেই। অনেক অগে থেকে গান গুলো সবার কাছে প্রিয়। ঘটনার শেষে কে আত্মহত্যা করল সেটা জানতে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে।

শেষে এমন একটা twist থাকবে আপনি ভাবতে পারবেন না। সব শেষে বলতে হবে সত্যি অসাধারণ আর একটি মুভি উপহার দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক : সৃজিত মুখোপাধ্যায় প্রযোজক : শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি কাহিনি : সৃজিত মুখোপাধ্যায় সঙ্গীত : অনুপম রায় View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.