আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে সরকারি ছুটির দিন অবশ্যই আরো বেশি হওয়া উচিত। - জ্ঞানী পীর রাজারবাগীর জ্ঞানী মুরিদদের বলছি।

We must not exist, our existance is the most impossible thing. জ্ঞানী পীর রাজারবাগীর জ্ঞানী মুরিদরা সবসময় একটা সঠিক(!) পরিসংখ্যান দিবে। বাংলাদেশে নাকি ৯৭% মুসলমান, ২% হিন্দু, বাকি ১% সম্ভবত অন্যান্য ধর্মালম্বি। বিমান অফিসের সামনে বকের মূর্তি ভেঙ্গে ফেলে এই জ্ঞানী পীরের মুরিদরা যেই নাটক করছিল, তখন থেকেই এদের কাজকাম আমরা দেখতে পাইতেছি। আজকে সকালে প্রথম পাতায় ঢুকেই রাজারবাগীর জ্ঞানী মুরিদদের দুইটা পোষ্ট চোখে পড়ল। তার মধ্যে একটা পোষ্টে দাবি করা হইছে, বাংলাদেশে নাকি হিন্দুর সংখ্যা মাত্র ২% এবং এইজন্য হিন্দুধর্মালম্বিদের উৎসবের ছুটি বাতিল করে দেওয়া দরকার। এইসব পাবলিকরে কি করা উচিত বলেন? ওহে রাজারবাগীর জ্ঞানী পীরের জ্ঞানী মুরিদের দল, এমনিতেই বাংলাদেশে বিভিন্ন চাকরিবাকরিতে ছুটি ছাটা খুব বেশি একটা পাওয়া যায় না। হিন্দু বা বৌদ্ধ ধর্মালম্বিদের পূজা উপলক্ষে মানুষ একটু দম ফালানোর সূযোগ তো পায় নাকি? এই দম ফালানোর সূযোগটা কিভাবে বৃদ্ধি পাইবে সেইটা নিয়া গবেষনা করেন। ইহাতে দেশ ও জাতির উপকার হইবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.