বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক উপরের ছবিটা দেখে মনে হচ্ছে না কপোকপোতি মেঘের উপর হাটছে? "পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমতল লবন জমি" - প্রকৃতির সবচেয়ে অলৌকিক ঘটনা যা দেখে সবারই মনে হবে মরনের আগে যেন একবার সেখানে যেতে পারি । যার অবস্থান বলিভিয়ার দক্ষিনপশ্চিমে Salar de Uyuni এ । এর আয়তন ৪০৮৬ বর্গ মাইল। বিভিন্ন প্রাক ঐতিহাসিক হূদের নীচে বছরের পর বছর লবন জমা হয়ে এই সমতল লবনের জমির সুষ্টি হয়েছে । বর্ষার সময় লবনের স্তর পানি দ্বারা আবৃত থাকে তখন সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে এক শ্বাসরুদ্ধকর আবহের সুষ্টি করে । মেঘলা দিনে যখন লবনের সমতল ভূমিতে মেঘের ছায়া পড়ে তখন সবচেয়ে মজার দৃশ্যের অবতারনা হয়, এই সমতল লবন ভূমির উপর হাটলে তখন মনে হয় আপনি মেঘের উপর হাটছেন। সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এবং এর ছবি তোলতে । সংগৃহিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।