ব্লগের দুনিয়ার সকলকে আমার সালাম। এ দুনিয়াতে আজকেই আমার জন্ম (লেখক হিসেবে :p )। পাঠক হিসেবে জন্ম অবশ্য কিছুদিন আগেই হয়েছে। দোয়া করবেন ভাই ও বোনেরা, সফল পাঠকের ধারাবাহিকতা যেন লেখক হিসেবেও ধরে রাখতে পারি(যদিও সম্ভবনা খুবই ক্ষীণ)।
এই বার মূল পোস্ট এ আসা যাক.....
সেট-আপ এর পর পরেই যেসকল সফটওয়্যার ইন্সটল দিব... সেগুলো সবসময় আমার পিসি’তে (ব্যক্তিগত কম্পিউটার) ছোট একটা ফোল্ডারে রাখা থাকে।
অতিরিক্ত কোনো সফটওয়্যার এখানে রাখি না। ফলে সেট-আপ হওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে এই ফোল্ডার এর গুলাও ইন্সটল দিয়ে ফেলি। যাহ!!! ঝামেলা শেষ।
আমার আবার একটা বাতিক আছে, যেকোনো সফটওয়্যার এর লেটেস্ট ভার্সন না হলে অস্বস্তি বোধ করি। সেট আপ দেওয়ার আগে কাজ হল সফটওয়্যার গুলার লেটেস্ট ভার্সন সংগ্রহ করা।
ডাউনলোড করার জন্য তো ইন্টারনেট আছেই।
এখন বলছি ছোট্ট সে ফোল্ডারটিতে কি কি সফটওয়্যার স্থান পেয়েছে......
(কোন সফটওয়্যার দরকারী মনে হলে এখান থেকেই টুক করে নামাই ফেলতে পারেন। )
১। WinRAR: যেকোনো ধরনের কম্প্রেসড ফাইল(zip/rar) খুলতে বা নরমাল ফোল্ডার সঙ্কুচিত (compress) করতে এর জুরি নেই।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
২।
Mozilla Firefox : আমার কাছে এখন পর্যন্ত এটিই বেস্ট ব্রাউজার। সহকারি ব্রাউজার হিসেবে Google Chrome কেও পাশে রাখি।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
Mozilla ইন্সটল দেওয়ার সাথে সাথে আরো কিছু সফটওয়্যার একি সাথে ইন্সটল দেওয়া জরুরী। এটা Mozilla ইন্সটল এর শেষ পার্ট ধরে নিলেই ভালো। নাহয়, পরে কাজের সময় কোনো একটা ইন্সটল করা না থাকলে চরম বিরক্ত লাগে।
এরকম কিছু সফটওয়্যার হল......
ক) Flash Player: ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
খ) Java : ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
গ) DirectX: ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
৩। অভ্রঃ সহজে বাংলা টাইপ এর জন্য অসাধারন এক সফটওয়্যার। Avro Keyboard না থাকলে আমার হয়তো কখোনো বাংলা টাইপ এ করা হতো না। এতোই কৃতজ্ঞ যে, ক্ষমতা থাকলে এই সফটওয়্যার এর ডেভেলপার কে নোবেল প্রাইজ দিয়ে দিতাম।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
৪।
Internet Download Manager (IDM): IDM কোন ফ্রী সফটওয়্যার না। তবে অনেক ফ্রী Crack Version ইন্টারনেট এ সহজলভ্য।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
৫। vlc media player: সর্বাধিক সংখ্যক ভিডিও ফরম্যাট এই এক প্লেয়ার দিয়েই চলে। সাথে Windows Media Player তো আছেই।
KMPlayer বা GOM Media Player এর যেকোনো একটা মুভি দেখার জন্য অনেক কাজে আসে।
vlc media player ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
KMPlayer ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
GOM Media Player ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
৬। Avast Free Antivirus : আমার মতে এটিই বেস্ট ফ্রী অ্যান্টিভাইরাস। আমার সাথে অনেকে একমত হবেন। আমিতো দীর্ঘদিন ধরে এটাই ব্যবহার করে আসছি।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।