আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের নতুন নীতিমালা - এমন যদি হয়...

অফিসের ১০১ টা নিয়মনীতিতে সবাই অতিষ্ঠ। এটা করতে হবে, ওটা করা যাবে না। আর ছুটিছাটা নিয়ে কড়াকড়ি তো আছেই। এই নিয়মনীতি কতটা কঠিন হতে পারে তার একটি নজির দেখলে আপনি অনুধাবন করতে পারবেন-আপনি কত ভালো কোম্পানিতে চাকরী করছেন-আপনার বস্ কত ভালো মানুষ। অসুস্থতা ছুটিঃ এখন থেকে অসুষ্থতার সাক্ষ্য হিসেবে ডাক্তারের সার্টিফিকেট অনুমোদন করা হবে না।

আপনি যদি সার্টিফিকেটের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে অফিসেও আসতে পারেন। অপারেশনের জন্য ছুটিঃ এখন থেকে কোনো চাকরিজীবী অপারেশন করাতে পারবেন না। কারণ এর জন্য এর জন্য কোন ছুটি বরাদ্দ নেই। প্রতিষ্ঠান মনে করে, কাজ সঠিকভাবে সমাধা করার জন্য আপনার সব অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয় প্রয়োজন। কোম্পানি আপনাকে সম্পূর্ণ অবস্থায় চাকরিতে নিয়োগ দিয়েছে, সেহেতু কোন প্রকার অঙ্গ অপসারণ কোম্পানির সঙ্গে চুক্তিভঙ্গের শামিল হবে।

বার্ষিক ছুটিঃ প্রত্যেক চাকরিজীবি বার্ষিক ১০৪ দিন ছুটি ভোগ করতে পারে সে গুলো হলো শুক্র ও শনিবার। এ ছাড়া সবাই এক সঙ্গে ছুটি নিতে পারবেন যথাক্রমে ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ, পয়লা বৈশাখ, ১৬ ডিসেম্বর ও দুই ঈদের দিন। নিজের মৃতু্জনিত ছুটিঃ অন্তত দুই সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। কারণ আপনার স্থলাভিষিক্ত যিনি হবেন, তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্বও আপনারই। পোশাক-পরিচ্ছদঃ সবাইকে তার বেতন অনুযায়ী পোশাক পরিধানের নির্দেশ দেওয়া যাচ্ছে।

যদি কাউকে দেখা যায় দামি কাপড় বা প্রসাধনী ব্যবহার করছেন তবে কোম্পানী ধারণা করে নেবে যে সেই কর্মচারীর বেতন বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। টয়লেট ব্যবহারঃ টয়লেট ব্যবহারে অনেক সময় নস্ট করা হয়। এখন থেকে সবাই নিয়ম মেনে চলবেন। নামের আদ্যক্ষর ক্রমানুসারে টয়লেট ব্যবহার করতে হবে। যেমন যাদের নাম শুরু হয়েছে ‌‌"আ‍" দিয়ে তারা যাবেন ৮ থেকে ৮.২০ এর মধ্যে, "ই" দিয়ে যাদের নাম তারা যাবেন ৮.২০ থেকে ৮.৪০ এর মধ্যে এ ভাবে চলতে থাকবে।

আপনি যদি আপনার নির্ধারিত সময়ে টয়লেট ব্যবহার না করেন তবে আপনাকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। খুব ইমার্জেন্সি হলে, আপনি আপনার সহকর্মীর সঙ্গে সময় অদল-বদল করতে পারবেন। সে ক্ষেত্রে দুজনের সুপারভাইজারের লিখিত অনুমোদন নিতে হবে। লাঞ্চ ব্রেকঃ হালকা লোক এক ঘন্টা সময় পাবেন দুপুরের খাবারের জন্য। যাতে বেশি করে খেয়ে ওনারা স্বাস্থ্যবান হতে পারেন।

সাধারণ স্বাস্থ্যের লোক সময় পাবেন ৩০ মিনিট, সুষম খাবরের জন্য। আর মোটা লোকেরা পাবেন মাত্র ৫ মিনিট সময় কারণ ৫ মিনিট সময় শুধু সালাদ খাবার জন্য যথেষ্ট সময়। সবাইকে কোম্পানীর প্রতি অনুগত থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনার জন্য অনুকুল কাজের পরিবেশ তৈরিতে সদা সচেষ্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।