জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।
বইয়ের নাম : যথাশব্দ
লেখক : মুহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশক : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
মূল্য : ৫৫০ টাকা
এটা খুব বিখ্যাত একটা বই। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ভাব-অভিধান এটি। লেখকও খুব বিখ্যাত মানুষ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন এই বইটি।
প্রথমে ভাব-অভিধান বিষয়টি পরিষ্কার করা যাক।
ভাব-অভিধান হল ইংরেজি থিসরাস এর মতো একটা অভিধান। একটা শব্দের যতগুলো প্রতিশব্দ আছে, সেটা উল্লেখ থাকে এই ধরনের অভিধানে।
কিভাবে কাজে লাগবে এই বই ? এই বইয়ের ভূমিকায় লেখক বলেছেন, জানা শব্দ অনেক সময় প্রয়োজনবোধে মনে আসে না। যে শব্দ মনে আছে অথচ মনে আসছে না, সেই বিস্মৃত শব্দের সূত্রসন্ধানে এবং যে শব্দ মনে আসছে অথচ মনে ধরছে না, অতৃপ্ত মনের সেই অভীপ্সিত শব্দের উদ্দেশ্যে এই ভাব-অভিধানের সূত্রপাত।
সোজা কথায়, একটা শব্দের যত রকম প্রতিশব্দ বা সমার্থ আছে, তা পাওয়া যাবে এই বইয়ে।
নিজের শব্দভাণ্ডার বাড়ানো এবং সেটা ব্যবহারের জন্য এক অমূল্য বই।
আজই সংগ্রহ করে ফেলুন বইটি।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ ।
পর্ব -০৪ । পর্ব -০৬ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ ।
পর্ব -০৪ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।