আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম কম্পিউটার কেনার গল্পকথা

------ কম্পিউটার কেনার স্বপ্নটা মাথায় ঘোরপাক খাচ্ছিল ইউনিভার্সিটি লাইফ থেকেই। প্রতিদিন কম্পিউটার ল্যাব ও থিওরি ক্লাস, ধন্যা দিতে হয় কম্পিউটার ওয়ালা বন্ধুদের কাছে, না হয় ডিপার্টমেন্টের কম্পিউটারই ভরসা। আমার কৃষক বাবার লাঙলের ফলা থেকে উঠে আসা কষ্টার্জিত টাকা দিয়ে কম্পিউটার কেনার জন্য টাকা চাওয়া ছিল স্বপ্নের মতো। আর মুখ ফুটে বলাও হয়ে উঠেনি সে কথা কোনদিন। আর হলোনা।

স্বপ্ন স্বপ্নই হয়ে রইল। সময়টা ২০০৫ সাল। আমি বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে শাবি থেকে বাক্স-পেটরা নিয়ে ঢাকায় উঠেছি তাজমহল রোডের একটি মেসে। স্টুডেন্ট লাইফ শেষ, তাই বাবার কাছ থেকে প্রাপ্ত মাসিক অনুদানের এলোকেশনও শেষ। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের ফাস্টফুডের দোকানটাও ছেড়ে দিয়ে আসতে হলো।

চাকুরি, টিউশনি দুটোই দরকার। টিউশনি পেলাম না, তবে পেয়ে গেলাম চাকুরী। মাসিক সাত হাজার টাকা বেতনে। এবার সেই পুরনো স্বপ্নটা মাথাছাড়া দিয়ে উঠল। কিনতেই হবে 'স্বপ্নের কম্পু'।

বাবা বলে বসলেন-এতো দিনতো তোমাদের খরচ চালালাম, এবার তোমরা নিজেদের খরচ নিজেরা চালাও। আমার ছোটভাই তখন মেরিন প্রকৌশল ও প্রযুক্তিতে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছে। তার খরচও আমাকে কিছুটা দিতে হবে । আমার নিজের খরচ, মেরিন ভাইয়ের খরচ, ছোটবোন 'ছোঁয়া' আর মা'র জন্যও এটা সেটা কিনতে ইচ্ছে করে। কি করি, একটা টিউশনি কিংবা ভালো জব পেতেই হবে।

পেছনে আমাকে তাড়া করে ফিরছে কম্পিউটার কেনার স্বপ্ন। মরিয়া হয়ে উঠলাম...কিন্তু মানুষের মনের কথাতো আর আলাদিনের চেরাগ জানেনা। জানলে হয়তো এমন হতোনা! একটা তুফানি বুদ্ধি চেপে গেল মাথায়....। আমার চারুকলার বন্ধু হিরাকে বললাম-তোর পরিচিত দোকান থেকে একটা কম্পু নিয়ে দে, আমি মাসে মাসে দিয়ে দিব। যেই কথা সেই কাজ।

পরদিন বিকেল বেলা অফিস থেকে মেসে ফিরে দেখি, আমার রুমে সব বন্ধুরা মিলে কম্পিউটারে মুভি দেখছে। জিজ্ঞেস করে জানতে পারলাম, এটা আমার কম্পিউটার, ওরা পার্টির জন্য ওয়েট করছে। আমার মনের অনুভূতিটা কেমন মধুময় ছিল তখন, তা বলার অপেক্ষা রাখেনা। আরেকটা অনুভূতির কথা বলি, সেই কম্পুটা গেল মাসে ২০০০ টাকায় বিক্রি করে দিয়েছি আমার লাপ্পির (ল্যাপটপ) ব্যাগ কেনার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.