আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টে কমেন্ট ও লাইক বাড়ানোর অভিনব পদ্ধতি!!! (সাময়িক পোস্ট)

মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! আমাকে যারা চেনেন, তারা অনেকেই হয়ত পোস্টের শিরোনাম দেখে অবাক হয়েছেন। কারন আমি গল্পের বাইরে অন্য কিছু ব্লগে পোস্ট করিনা। আজকে এই পোস্টটা না দিয়ে পারলাম না! আজ জনৈক ব্লগারের লেখা গল্প পড়ছিলাম। কাহিনী নির্বাচন ভালই ছিল কিন্তু গল্পের ভাষায় একটু প্রবলেম আছে মনে হল। (আমার একান্ত নিজস্ব মতামত) পোস্ট পড়ে দীর্ঘ মন্তব্য আমি সাধারণত করিনা।

কিন্তু এই গল্পটি পড়ে আমার মনে হল, লেখকের লেখার হাত ভাল কিছু সুন্দর সাজেশন পেলে তার লেখনি আরও মজবুত হবে। ভাললাগার ব্যাপারটা আপেক্ষিক। একই লেখা কারো ভাল লাগবে কারো ভাল লাগবে না- এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে একজন লেখক হিসেবে আমি অবশ্যই চাইব যেন লেখাটা সবার ভাল লাগে! তাই যাদের কাছে ভাল লাগেনি আমি আশা করব তারা কিছু সাজেশন দেবে- কি করলে আরও ভাল করা যায়! এই চিন্তা থেকেই আমি কাজটা করেছিলাম! কিন্তু কমেন্টের উত্তরে লেখক আমাকে কি বলেছে জানেন??? লেখক বললেন গল্পের পরিস্থিতি বোঝার মত বয়স নাকি আমার হয়নি! আবার কমেন্ট দিলামঃ আপনার কথাটা আমার ভাল লাগেনি। লেখক উত্তর দিলঃ সরি! গল্প কেউ পড়ছে না আর কমেন্টও করছে না, তাই আপনাকে অপমান করে আপনার কাছ থেকে কিছু কমেন্ট আদায় করে নিলাম! বুঝেন অবস্থা!!! গল্পে কমেন্ট বারানন জন্য কমেন্টের রিপ্লাইয়ে বাজে কথা বলা- এইটা কি ধরনের মানসিকতা ? আমার আরও কিছু বলার ইচ্ছা ছিল তাকে কিন্তু বললাম না।

কারন উনি এটাই আশা করছেন! রেগে গিয়ে আরও দু চার কথা বললে ওনার পোস্টে কমেন্ট সংখ্যা আরও বেড়ে যাবে! ফেসবুকে বিষয়টা শেয়ার করলাম। সাথে সাথে কমেন্টে ও ইনবক্সে অনেক শুভাকাঙ্খি ব্লগাররা ঐ পোস্টের লিংক চাইছিল। আমি লিংকটা দেই নি। কারন জানি, লিংক দিলে ঐ পোস্টে একটা ক্যাচাল লেগে যাবে! আর ক্যাচাল লাগলে তো ওনারই সুবিধা! একলাফে অনেকগুলো কমেন্ট পেয়ে যাবেন! আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম। পোস্ট পড়ে ভাললাগছে, ভাল লিখছেন, সুন্দর পোস্ট, পোস্টে প্লাস, শুভকামনা- এই টাইপের কমেন্ট করে চলে আসব! সমালোচনার ধারে কাছে দিয়েও যাবনা আর!! অবশেষে সবাইকে বলছি- পোস্টে কমেন্ট আর হিট বাড়ানোর এটা একটা অভিনব পদ্ধতি! যাদের পোস্টে কমেন্ট কম পড়ে সবাই কাজে লাগাতে পারেন! কেউ মন্তব্য করলে অপমানজনক কথা বার্তা বলা শুরু করবেন! দেখবেন পোস্টে কমেন্ট আর হিট কিভাবে মুহূর্তের মধ্যে বেড়ে যায়! রাতারাতি আপনি হয়ে যাবেন বিখ্যাত(!) ব্লগার! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.