তবু ফিরে যায়, বাঁচার আশায় ডানা ঝাপটায় পাখি...তুমি-আমি লড়ি বাঁচার আশায় বিনিদ্র জাগে আঁখি..... পুরো দেশে যখন একটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে সাভার ট্রাজেডি। টিভি খুললেই দুমড়ানো মুচড়ানো লাশ। এরই মধ্যে টিভি সাংবাদিকদের হন্যে হয়ে একটু সহানুভূতিশীল প্রতিবেদন সংগ্রহ। উদ্ধার তখনও হয়েছে কি হয়নি… মহিলা তখনও আটকে আছেন কংক্রীটের নিচে… টেনে বের করারও সুযোগ দেননি এক রিপোর্টার। সাথে সাথে মুখের সামনে মাইক। আরেহ ভাই আগে খোলা হাওয়ায় তো আসতে দও। কিন্তু এই যে এতো গল্প তুলে নিয়ে আসা হচ্ছে… কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো কি বলছে সেটাও একবার দেখা প্রয়োজন। তাদের চোখে আমরা কি… কিভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের অপরিকল্পিত নগরায়নকে। কি ভাবছে তারা… তারা মানে বিদেশীরা… কখনও মনে হয় একটা পরিবর্তন খুব প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।