আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল’র দ্বিতীয় আসর ১৭ জানুয়ারী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জানুয়ারী থেকে । গত আসরের দেশের ক্রিকেটারদের বেশির ভাগ এখনও (বিপিএল) থেকে তাদের প্রাপ্য সম্মানি পাননি। তারপরও বিপিএল দ্বিতীয় আসরের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। বিপিএল শুরুর নতুন তারিখও ঘোষণা করে দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ১৭ জানুয়ারি থেকে হবে (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

ফ্র্যাঞ্চাইজি নিলাম ৯ নভেম্বর এবং ৭ ডিসেম্বর খেলোয়াড় নিলাম। তবে খেলোয়াড়দের বকেয়া পরিশোধের বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাতীয় দলের অলরাউন্ডার নাসির হেসেনকে টাকার হিসেবে এক কোটি ৬৪ লাখ টাকায় দলে নিয়েছিলো খুলনা রয়েল বেঙ্গল। কিন্তু তিনি পেয়েছেন ৬৮ লাখ টাকা ১৫ শতাংশ ট্যাক্স (কর) কেটে নেওয়ার পরও এক কোটি ৩৩ লাখ টাকা পাওয়ার কথা । খুলনার কাছে এখনও ৬৫ লাখ টাকা বকেয়া আছে নাসিরের।

মুশফিকুর রহিম, তামিম ইকবাল, অলক কাপালীসহ বেশির ভাগ প্রতিষ্ঠিত ক্রিকেটারকেও তাদের প্রাপ্য টাকা দেয়নি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান লিপু বলছেন, ‘খেলোয়াড়দের সম্মানি দিয়ে ফ্র্যাঞ্চাইজিকে চুক্তি করতে হবে। প্রয়োজনে তাদের বন্ড দিতে হবে। ’ কিন্তু বাকি টাকা আদৌ পাবেন কি না সে নিশ্চয়তা কেউ দিচ্ছে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।