আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেদের হ্যাংলামি, মেয়েদের উত্তর(হওয়া উচিত)।

পড়তে ভাল লাগে। ১। **ছেলে** ইশ্! আপনার ভয়েস্ প্লিজ, আর কিছ্ছু বলবেন না প্রেমে পড়ব শেষমেষ! **মেয়ে** আমি বলি “মদনা” ফালতু হ্যাংলামির আর যায়গা পাস্ না?! ২। **ছেলে** যখনই যাই যেথা সবসময় কানে বাজে আপনারই কথা! **মেয়ে** ফাজিল, বান্দর, ইতর তবে কেন সবসময় ফোন ওয়েটিং তোর? ৩। **ছেলে** যেদিন দেখা আপনাতে আমাতে তারপর থেকে একবারো ঘুম হয়নি আমার রাতে।

**মেয়ে** তুই ঘুমাস না?! তোর বন্ধু বলে, লাত্থি দিলেও তোর ঘুম ভাঙ্গে না! ৪। **ছেলে** আপনার ঠোঁট, ওয়াও! ঠিক একদম যেন কমলালেবুর কোয়া। **মেয়ে** হায় আল্লাহ! বাপ্রে বাপ! বদ পোলার নজর দেকছো কত্ত খারাপ?! ৫। **ছেলে** বিশ্বাস করবেন্ না মিস্ পিউ প্রথম দেখাতেই মনে মনে বলে ফেলেছি “ আই লাভ ইউ” **মেয়ে** মনে মনে বলি “শালা” চাঁপার দাঁত ঠিক থাকতেই সামনে থেকে পালা। বি.দ্রঃ যে সব ছেলে্রা এমন করেন, শুধু তাদেরকেই বোঝানো হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.