জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা শুদ্ধ বানান নিয়ে দ্বিধায় ভোগেন তাদের জন্য এই সিরিজটি।
বইয়ের নাম : বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান
জামিল চৌধুরী সংকলিত ও সম্পাদিত
প্রকাশক : বাংলা একাডেমি, ঢাকা
মূল্য : ৩০০ টাকা (পরিমার্জিত ও পরিবর্ধিত তৃতীয় সংস্করণের প্রথম পুনর্মুদ্রণঃ জ্যৈষ্ঠ ১৪১৬/জুন ২০০৯। )
এই বইটা সম্পর্কে তেমন কিছু না বললেও কেবল নাম থেকে একটা ধারণা করা যায়। বাংলা একাডেমি বাংলা বানান প্রমিতকরণ করেছে। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে এই বইটি লিখিত।
এই বইটি আর কিছুই না, কোন বানান সম্পর্কে সন্দেহ তৈরি হলে সেই বানানটা দেখে নেওয়ার বই।
এই বইয়ের ভূমিকা থেকে সামান্য কিছু অংশ তুলে দিচ্ছি - বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানান প্রমিতকরণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে দীর্ঘদিন কোন সর্বজনগ্রাহ্য নিয়ম চালু করা সম্ভব হয় নি। বাংলা একাডেমি ১৯৯২ সালের এপ্রিলে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
কমিটির রিপোর্ট ১৯৯২ সালের নভেম্বর মাসে গৃহীত হয় এবং মতামত জরিপের জন্য রিপোর্টটি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে প্রেরণ করা হয়। অবশেষে ১৯৯৪ সালে তা চূড়ান্তভাবে গৃহীত হয়। ........ বানান সম্পর্কে কোন দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে চট করে খুলে দেখা যায় এমন একটি বইয়ের প্রয়োজন আমাদের সকলের।
যারা লেখালেখির সঙ্গে জড়িত, তাদের জন্য অবশ্যই সংগ্রহে রাখার মতো বই।
বিশেষ ঘোষণা :
জনৈক ব্লগার মন্তব্য করেছেন, আমি নাকি কোন সিরিজ শেষ করি না।
বাংলা বানান সংক্রান্ত বইয়ের সিরিজটি এখানে শেষ হল। মাত্র এই ৪টি বই ঠিকমতো পড়লে বানান নিয়ে কোন সমস্যা থাকবে না। ডাবল গ্যারান্টি।
পরবর্তী সময়ে কেবল নতুন লেখকদের অবশ্য পাঠ্য বই নিয়ে একটা সিরিজ লেখার ইচ্ছা আছে।
পর্ব -০১ ।
পর্ব -০২ । পর্ব - ০৩ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।