আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট ছেলের কষ্ট জীবন

অতি সাধারণ। গত পরশু খবরের কাগজের পাতায়, মরে পড়েছিল নাকি ঐ তিন রাস্তার মাথায়। সমাপ্ত হল একটি নষ্ট জীবনের গল্প, থেকে গেল কিছু প্রশ্ন,জঞ্জালমুক্ত হল ভদ্র-সমাজ- কিছুটা হলেও অল্প। ছেলেটির নাম জেনে কি হবে আর? এমন নষ্ট জীবন জন্মাবে বারবার। চাপা পড়বে গাড়ির নিচে,মিছিলের অগ্রভাগে রাজপথে, মিছিল-স্লোগানে ভরিয়ে দিয়ে চলে যাবে মৃত্যুপুরীর রথে।

মৃত্যু ছাড়া কে তারে ঠেকায়? কি হবে এমন নষ্ট ছেলের কষ্ট কাহিনী শুনে? তার বুকেও ফুটেছিল স্বপ্ন শতদল,যারা নিত্য গেছে বুনে, তাই নষ্ট হবার গল্পগুলো কষ্ট বাড়ায়,কষ্ট বাড়ায়। সমাজ ভাঙার গানে কেন সে রাষ্ট্র নাড়ায়, এই ছিল তার দোষ। তাই রাষ্ট্র এখন বেজায় খোশ। তবু স্বপ্নরা যায় না মরে,থেকে যায় কিছুটা, কষ্ট নিয়ে খেলা করে বড় হয়,ছাড়ে না পিছুটা। তোমরা যদি বল-“ওই নষ্ট জীবন,মরে যাবে,পঁচে যাবে,শকুনিরা খাবে”।

আমি বলি ও মরবেনা কোনদিন, শতসহস্র কন্ঠের মাঝে বেঁচে থাকবে,অমর হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.