আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যাংকগুলোর ১০০ কোটি টাকা

শুক্রবার বিকালে এফবিসিসিআই ভবনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম বলেন, “বাংলাদেশ ব্যাংকের সাথে ইতোমধ্যে কথা হয়েছে। এই একশ' কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। পরবর্তীতে সেখান থেকে আহত ও নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। "
এফবিসিসিআই সভাপতি বলেন, “এছাড়াও উদ্ধার অভিযানে যে সমস্ত তরুণ কাজ করেছে তাদের প্রত্যেককে যোগ্যতা অনুসারে প্রত্যেকটি ব্যাংকে চাকুরি দেওয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আহতদের মধ্যেও যারা ব্যাংকে কাজ করতে পারবে তাদেরও চাকুরি দেওয়া হবে। ”
সাভারের ভবন ধসের ঘটনায় ‘সাহসী ভুমিকার’ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে উদ্ধার তৎতপরতার অংশ নেয়া সবাইকেও ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেয় ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরা।


গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর মৃতের সংখ্যা পাঁচশ' ছাড়িয়েছে। আহত ও জীবিত উদ্ধার হয়েছে দুই হাজারের বেশি মানুষকে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও রেড ক্রিসেন্টের হিসাবে এই সংখ্যা চারশ'র বেশি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।