শুক্রবার সকালে কানাইয়া গ্রামে একটি কাঁঠাল গাছে ফাতেমা বেগমের (২৮) লাশ পাওয়া যায়।
ফাতেমা স্থানীয় মো. ফজল খানের স্ত্রী এবং কালীগঞ্জের ফালু মিয়ার মেয়ে।
ফালু মিয়া বলেন, যৌতুকের জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করত তার স্বামী।
এর জেরে বৃহস্পতিবার রাত ১২টার পর কোনো এক সময় তাকে হত্যার পর শাড়ি দিয়ে বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখা হয় তাকে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তা জানা যাবে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় ফাতেমার বাবা বাদী হয়ে মামলা করেছেন। স্বামী ফজল খান পলাতক রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।