আমাদের কথা খুঁজে নিন

   

ড্রিম জব

ভাই কোন জবে যে শান্তি তা বুঝতেই জীবন পার হয়ে যায়। একবার মনে হয় ব্যাংকে জব করাটা ভালো ছিল হোক ঘুষ দিয়ে ৪ লাখ । আবার যখন ব্যাংকে টাকা জমা দিতে যায় তখন ক্যাশিয়ারদেরকে দেখে মনে হয় না এটা জীবন নয় । আবার নিজের জবের দিকে তাকায় তখন মনে হয় এর ভবিষৎ কি । সপ্তাহের ছুটি কোন কাজে লাগে না সরকারি ছুটির কোন ধার ধারে না ।

৫ মাসেও বাড়িতে যাওয়া সম্ভব হয় না বেশির ভাগ সময় । আবার ভাবি তাহলে যারা বিদেশে আছে তারা বৌ ছেলেমেয়ে রেখে কি ভাবে আছে । লাইফটাই অশান্তির । একমাত্র বিসিএস ছাড়া লাইফ অশান্তির । সবথেকে বড় বিষয় বর্তমানে জব পাওয়াটাই একটা বড় বিষয় ।

আর একবার কোন জব পেলে সেখান থেকে বের হতে চাইলে কোম্পানি বারোটা বাজিয়ে ছাড়ে । সব সার্টিফিকেট তাদের কাছে আর জামানত তো বাদই দিলাম । ড্রিম জব যে কোনটা কে বলবে । চাকরি যায় হোক পরিবারের কাছে থাকাটাই শান্তির কিন্তু সেটা আর কজনের কপালে হয় । আর স্বাধীন ব্যবসার অবস্থাও ভালো নয় ।

কারা যে তাদের ড্রিম জব নিয়ে শান্তিতে আছে । আপনি কি আপনার ড্রিম জব নিয়ে ভালো আছেন ? জানাতে পারেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.