ইহা কঠোরভাবে একটি রাজনীতি মুক্ত ব্লগ ।। এই পর্যন্ত যতগুলো দূর্নীতিবাজ বা বড় অঙ্কের অর্থ আত্মসাৎ কারী সবারই একটা দিকে মিল দেখলাম তা হল তাদের সবার নিজস্ব হেরেমখানা ছিল , যেখানে তারা প্রায়শই মেতে ওঠেন মেয়ে ও বিভিন্ন নেশার আড্ডায়। বিগত কয়েক দশক ধরে যারাই পত্রিকার খবরে এসেছে তাদের গ্রেফতারের সময় বাঁ পরে তদন্তে এক দঙ্গল সুন্দরী মেয়ে পাওয়া গেছে। খুলনার এরশাদ শিকদার, দেশের আরও বড় কিছু শীর্ষ সন্ত্রাসী, কালো টাকার মালিকেরা সবাই এই একই চর্চা করে গেছেন এবং চোখের আড়ালে আরও করে যাচ্ছেন। আজকের খবরের কাগজে দেখলাম হলমার্ক এর এমডির বিশাল অফিসেও ৩ জন সুন্দরী তরুনী পাওয়া গেছে। কয়েক বছর আগে গিয়াসুদ্দিন মামুন সহ আরও অনেকের সাথেই এইরকম সুন্দরীদের পাওয়া গেছে। ব্যাপারটা কি !!! এটা কি কালোটাকা খরচের একটি অত্যাবশকীয় উপাদান ??? আগের দিনে নাকি রাজা বাদশারা সুন্দরী মেয়েদের জোর করে ধরে এনে হারেম খানায় রাখত, যেখানে ১০০ এর উপর মেয়েরা থাকত রাজার মনরঞ্জনের ও বাসনা পূর্নের জন্য। এখনকার দিনের এই সকল হঠাত ধনকুবের দের কি সেই রকম জোর করে মেয়েদের ধরে আনতে হয় নাকি এখনকার দিনে সুন্দরী কি মেয়ে খুব সস্তা হয়ে গেছে, চাইলেই পাওয়া যায় ? জানতে ইচ্ছে হয় (বিঃদ্রঃ ছবিটি গুগল থেকে নেওয়া)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।