আমাদের কথা খুঁজে নিন

   

সংসারে সুখী তো সর্বত্র সুখী

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। তখনো রাতের আঁধার কাটেনি। সবে মাত্র আজান দিতে মাইক ঠিকঠাক করছেন মোয়াজ্জেমরা।

সেই শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেল পাশের জন। মানে আমার স্ত্রী। আর আমি কোল বালিশটা জড়িয়ে পাশ ফিরলাম, আরেকটু ঘুমুতে। ওই কাক না ডাকা ভোর থেকেই কাজ শুরু আমার অর্ধাঙ্গীনির। নাশতা তৈরী, হাড়ি-বাসন ধোয়া।

ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পর এক বালতি কাপড়চোপর কাচা। এরপর দুপুরের ভুরি ভোজনের জন্য রান্নাবান্না .....কত কাজ। মোদ্দা কথা রাতে ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত থাকে সে। এর মধ্যে দুপুরে আমি যখন বাসায় আসি তখন ওর ব্যস্ততা আরো বেড়ে যায়। আমার সামনে কয়েক পদ তরি তরকারি এনে হাজির।

বিদ্যুৎ না থাকলে হাত পাখা নিয়ে বাতাস। অথচ ওর মুখে ঘামগুলো তখনো চিকচিক করছে। রাতে ও যখন ঘুমিয়ে থাকে আমি তখন ওর মুখের দিকে তাকাই। টেনশনমুক্ত, সরল এক অভিব্যক্তি দেখি চেহারায়। উঠে গিয়ে পাশের ঘরে সন্তানদের ঘুমন্ত মুখের দিকে তাকাই ভাল করে।

কি মায়াবি চেহারা। বাইরের যত জঞ্জাট মাথায় নিয়েই বাড়ি ঢুকি না কেন এই মুখগুলো দেখে সব ভুলে যাই নিমিষে। সিঙ্গাপুর ভ্রমনকালে এক চাইনীজ আমাকে বলেছিল, ‘কাজ শেষে বাড়ি ফিরে যখন স্ত্রীর হাসি মাখা মুখ আর সন্তানদের মুখে বাবা ডাক শুনি তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি’। ওই সিঙ্গাপুরিয়ানের কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমিও বলি সংসারে যে সুখী সে সর্বত্র সুখী।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.