আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীক পুরাণের মায়াবী সুরসৃষ্টিকারী রহস্যময়ী মৎসকন্যা সাইরেন

মুগ্ধ আমি আমাতেই... (;D গ্রীক পুরানে বিভিন্ন রহস্যময় চরিত্রের বর্ণনা দেয়া হয়েছে, যেমন সেন্টু, টাইটান, স্ফিংক্স ইত্যাদি । সাইরেন (Marmaid) ছিল এমন একটি রহস্যময় চরিত্র, মহাসমুদ্রের মৎসকন্যা বা সাইরেন (Marmaid) ছিল গ্রীকপুরাণের মায়াবিনী গায়িকা সুরের মায়াজাল সৃষ্টির মাধ্যমে তারা জাহাজের যাত্রীদের মৃত্যুর দিকে আকর্ষণ করতো । তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকরা সেই দ্বীপের দিকেই ধাবমান হতো । ফলে সেই জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্যুবরণ করত সবাই । সাইরেন ছিল নদীদেবতা একিলেপাসের কন্যা । হোমারের ওডিসিতে সাইরেনদের ঊর্দ্ধাংশ মানবী এবং নিম্নাংশ পাখির মত দেখতে বলা হয়েছে । কিন্তু অন্যান্য সূত্রে সাইরেনদের দেহের ঊর্দ্ধাংশ মানবী এবং নিম্নাংশ মাছের মত বলে জানা যায় । সাইরেনিয়া নামক একটি দ্বীপে ছিল সাইরেনদের বাস. . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.