বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ "সুবহান আল্লাহ", "সুবহান আল্লাহ" বলে হেফাজত কর্মীরা পালিয়ে গেছে, বলে সুরঞ্জিত বাবু যে মন্তব্য করলেন তাতে আমি আতংকিত বোধ করছি। এই আতংক ভয়ের আতংক নয়। এই আতংক আওয়ামীলীগের মুসলমান সদস্যদের ভবিষৎ নিয়ে আতংক। একজন অমুসলিম যিনি আওয়ামীলীগের অন্যতম শীর্ষ পদে আসীন তিনি যখন ৯০ শতাংশ মুসলমানদের দেশে তাদের ইশ্বরকে নিয়ে ঠাট্টা-তামাশা করেন আর তা যদি ঐ দলেরই প্রায় ৯০ শতাংশ মুসলমান সদস্য হজম করতে পারেন তাহলে ঐসব মুসলিম আওয়ামীলীগারদের ধর্মীয় চেতনা ও বিশ্বাস ঠিক কোথায় গিয়ে ঠেকে। আমরা যারা সাধারন নির্বিবাদী মানুষ, আমাদের কি এটা ভেবে নেয়ার সময় হয়ে গেছে যে আওয়ামীলীগের মুসলিম সদস্য বৃন্ধদের হৃদয় গহীনে ইসলাম ও ইসলাম ধর্মের চেতনা-মূল্যবোধ বিলীনের পথে। আমি আতংকিত, সত্যিই আতংকিত। বাংলাদেশের অন্যতম একটা বৃহত রাজনৈতিক দলের সদস্যরা কেবল মাত্র সংকীর্ন রাজনৈতিক মত পার্থক্য ও স্বার্থ হাসিলের জন্য নিজেদের সৃষ্টিকর্তার সাথে হাসি ঠাট্টা তামাশা সহ্য করতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।