আমাদের কথা খুঁজে নিন

   

বি,এন,পির প্রতিপক্ষ কে? বিলবোর্ড নাকি আওয়ামীলীগের উন্নয়ন?

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।
যে কোন সরকারের তার সফলতা জনগণের কাছে তুলে ধরার অধিকার আছে, যা আমরা অতীতেও দেখেছি, কোন সময় দেখেছি কাগজের পোষ্টার ও হ্যান্ড বিল আকারে, কোন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যেমে আবার কোন সময় সমাবেশ ও মিটিং মিছিলের মাধ্যেমে সরকার তাদের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরেন , এতে আইনী কোন নিয়ম বা বাধা নেই, তবে একটি কথা সবার বিবেচনায় রাখা উচিত নিজের উন্নয়নের প্রচারণা চালাতে গিয়ে যেন অন্যেও ক্ষতি বা কষ্টের সৃষ্টি যেন না হয়, যা কোন মতে কাম্য বা সমর্তন যোগ্য হতে পারেনা। সাম্প্রতিক বর্তমান সরকার তাদের ভিবিন্ন সাফল্য আর উন্নয়নের চিত্র তুলে ধরেছেন ঢাকা শহরে প্রচুর বিলবোর্ডের মাধ্যমে। এই নিয়ে বিরুধী দল বি,এন,পি বেশ আলোচনা আর সমালোচানায় মেতে উঠেছেন। কখনো এই বিলবোর্ডের খরচের হিসাব চেয়েছেন, আবার কখনো বলেছেন বিল বোর্ড দিয়ে সরকারের পরাজয় ঠেকানো যাবে না।

ইথ্যাদি, তবে একটি কথা সত্যযে বর্তমান আওযামীলীগের ব্যাপক উন্নয়নে বি,এন,পি আতঙ্কগ্রস্ত ও ভীত। তারা নিজেরাই খুব ভাল করে জানে গত ২০০১ হতে ২০০৬ সালে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার তুলনায় অনেক অনেক বেশী উন্নয়ন ইতিমধ্যে করতে পেলেছে বর্তমান আওয়ামীলীগ সরকার। এটাও সত্যযে আওয়ামীলীগে সাফল্যে বি,এন,পি স্বাভাবিক ভাবে হিংসায় আর জ্বালায় ভুগবে। এই সব বিলবোর্ডের পেচনে কত টাকা ব্যায় হয়েছে তা বিরুধী দল হতে হিসাব চাওয়া হয়েছে। বিরুধী দল বি,এন,পির কাছে প্রশ্ন কোন অধিকারের ভিত্তিতে তারা আওয়ামীলীগের কাছে সরাসরি হিসাব চায় ? বিরুধী দলের এই কথায় মনে তারা মানষিক ভাবে সুস্থ আছেন তো? এর হিসাব চাওয়ার অধিকার শুধু মাত্র এ,বি,আর ও র্দুনীতি দমন কমিশের বা যে কোন আইশৃঙ্কলা বাহিনীর।

বিরুধী দলের কাছে আরো প্রশ্ন। ১) হেফাজতের লংমার্চে যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তার হিসাব আগে দিন। ২) বিভিন্ন সময় বি,এন,পি লং মার্চ করেছে তার হিসাব আগে দিন। ৩) তারেক রহমান ও আরফাত রহমান বিদেশে কোন চারুরী করেনা বেকার বসে বসে খায় , একই টাকার হিসাব আগে দিন। ৪) খালেদা জিয়া কি পরিমাণ কালো টাকা সাদা করেছেন তার হিসাব আগে দিন।

৫) ২০০৪ সালের ২১ আগষ্ট শেখহাসিনার উপর বোমা হামলা চালাতে কত টাকা গুন্ড বদমাইশ আর বোমার পেচনে খরচ করেছেন তার হিসাব আগে দিন। হাররে অসহায় বি,এন,পি শুধু মাত্র সরকারের বিলবোর্ড দেখেই এই অবস্থা , যদি আওযামীলীগে নেতাকর্মী সর্মতকরা যদি এক যোগে ঝাপিযে আওযামীলীগে সাফল্যের প্রচারণা নামেন তখন কি আবস্থা হয় আল্লাহ জানেন। উপসংহার একটি অতি ক্ষুদ্র প্রশ্ন বি,এন,পির কাছে , আপনার কাকে ভয় পান, আওয়ামীলীগকে ? নাকি বিল বোর্ডকে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.