আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com গতকাল আরব আমিরাতের পত্রিকা গল্ফনিউজে " No new UAE visas for Bangladeshis " শিরোনামের খবরে আমিরাত কত`পক্ষ জানিয়েছে যে তারা বাংলাদেশীদের জন্য সকল প্রকার ভিসা বন্ধকরেছে.... ( টুরিস্ট ভিসা, রেসিডেন্সি, ভিজিট.. বা অন্য সব ) যদিও যাদের ভিসা আছে তাদের আরব আমিরাতে ঢুকতে কোন বাধা/সমস্যা করছে না.. ( আমি দেশ থেকে ফিরেছি গত ২৪তারিখে) পত্রিকার মুল বক্তব্য নিন্মরুপ>> * এখন থেকে নতুন করে কোন বাংলাদেশীদের ভিসা দেবেনা আরব আমিরাতের * তবে যারা ঐদেশে আছে.... তাদের ভিসা নবায়ন করবে * কারন হিসেবে বলেছে:- ভুয়া পাসপোট এবং ভুয়া কাগজপত্র নিয়া আরব আমিরাতে প্রবেশের চেস্টা... * ভিসা বন্ধের সপ্হাহ আগে প্রায় ১০০ জনের বেশী বাংলাদেশিদের এয়ার পোটে` ভুয়া পাসপো`ট এবং ভিসা বা ভুয়া কাগজ সহ আটক করে... * Mahfuz Ali Qaderi, নামের এক ব্যবসায়ীর ছেলেকে স্কুলে ভতি` করার পরেও তার ছেলের ভিসার আবেদন প্রতাক্ষান করেছে... বিডিনিউজ২৪ এবং প্রথমআলোর খবরে কিন্তু ভুয়া পাসপোট আর ভুয়া কাগজপত্রের কারনে যে তারা ভিসা বন্ধ রেখেছে তা লিখেনাই... আমি প্রায় চার বছর হলো দুবাই আছি... আরব আমিরাত সরকারের এই সিদ্ধান্ত এক দিনের নয়..আরো অনেক দেশের মানুষ আরব আমিরাতে কাজ করে কিন্তু দক্ষিন এশিয়ার মানুষেরাই সব চেয়ে বেশি বেআইনি কাছে জড়িত হয়.. দুবাইতেও প্রচুর বাংলাদেশি আছে যারা বিভিন্ন বেআইনি কাজে লিপ্ত... অনেক বাংলাদেশী পণ` সিডি বিক্রি, পান বিক্রি, মারামারি, চুরির ডাকাতি এমন কি হত্যা করার জন্য পুলিশের হাতে আটক হয়... এমন কি পতিতার দালালী পযন্ত করছে আমাদের দেশী ভাইয়েরা>> বিকেল বেলায় নাসির স্কয়ার এলাকায় বিকেলে অনেক দেশীভাই দাড়িয়ে থাকে দেখে খুবই লজ্জা লাগে.. এই ব্যবসা নিশ্চয় পেটের দায়ে বা জোর করে কেউ তাদের করাচ্চেনা.. আমাদের দেশের সরকারের উচিত বিদেশে কাজ নিয়ে যাবার ক্ষেত্রে আরো ভালমতন তদারকি করা... * বিদেশে যেতে হলে অবশ্যই ই্ংরেজীতে কথা বলার যোগ্যতা থাকতে হবে... নতুবা "" বাংলাদেশীরা কামলা" এই বদনাম ঘুচবেনা.. * ভুয়া পাসপোট`/ ভিসার কাগজ পত্র দিয়ে যেই সব আদমব্যপারীরা শ্রমিক পাঠাবে তাদের কঠিন সাজার ব্যবস্থা করতে হবে... * আর বিদেশের এম্বাসিতে ভাল দক্ষ মানুষকে নিয়োগ দিতে হবে ... যারা আসলেই বিদেশিদের সাথে সম্পক` রক্ষা করতে পারে... আর আমারা যারা কামলা দেই তাদেরও সন্মান করে... আশা করি সরকার বিভিন্ন দেশের যাথে সমস্যা মিটিয়ে বিদেশি শ্রমিকদের অসুবিধা দুর করবে.... আর বত`মানে যারা আরব আমিরাতে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ ... ভিসার সমস্যা না মেটা পযন্ত বত`মান কাজেই থাকুন... সমস্যা মিটে গেলে জব পাল্টাবার চেস্টা করবেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।