টিপাইমুখ এবং সারি নদীর ধারাবাহিকতায় এবার কোম্পানীগঞ্জ উপজেলার দেশের সর্ববৃহৎ পাথরকোয়ারী ভোলাগঞ্জের ধলাই নদীর উজানে বিদ্যুৎ উৎপাদনের ড্যাম নির্মাণের কাজ শুরু করেছে ভারত সরকার। গত ১৮ সেপ্টেম্বর ভারত সরকারের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী এম বীরাপ্পা মইলি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনইইপিসিও) সংক্ষেপে নেপকো এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে। প্রকল্পের অধীনে উমইউ নদীর ওপর ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম মাওপু ড্যাম নির্মাণ করা হবে। উমইউ নদী বাংলাদেশ সীমান্তে ঢুকে ধলাই নাম ধারণ করেছে। ড্যাম নির্মাণের প্রতিক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন এবং সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ আখতারুল ইসলাম চৌধুরী বলেন, এটা বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার কৌশল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।