বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারী ছাত্রলীগের ক্যাডাররা গতকালও ক্যাম্পাসে পুলিশের সামনেই সশস্ত্র মহড়া দিয়েছে এবং ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ করেছিল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অস্ত্রধারী ক্যাডার তৌহিদ আল তুহিন সহ ছাত্রলীগের ক্যাডাররা তথচ তারাই বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। এদিকে মঙ্গলবারের ঘটনায় দুষিদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিলে মিছিলকারীদের প্রত্যেকে অস্ত্র বহন করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।