আমাদের কথা খুঁজে নিন

   

হিনা বিলাওয়াল পরকীয়া প্রেম ও বিখ্যাত ফিল্ডিং কুচ মুফতি ফজলুল হক আমিনী রকস্

নামঃ জ্বীন কফিল জন্মঃ খৃস্টপুর্ব ২০১২ স্থায়ী ঠিকানাঃ ব্যাবিলন বর্তমান ঠিকানাঃ সামহোয়ারইনব্লগ অভিজ্ঞতাঃ বাদশাহ সোলায়মান (আঃ) এর রাজমিস্ত্রি। "আপনি যদি ভাবেন আঘাত প্রাপ্ত হবেন, বিব্রত বোধ করবেন তাহলে পড়া থেকে না হয় বিরত থাকুন - জ্বীন কফিল। সাপ্তাহিক "হুর" একটি বেহেশতি ট্যাবলয়েড। "মুফতি আমিনী মানেই খবর মুফতি আমিনী মানে বিনোদন। " পাকিস্তানের পররাস্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার ও ক্ষমতাশীন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টু জারদারিকে অসম প্রেমের দায়ে পাকিস্তানের ইসলামি শরীয়াহ আইন মোতাবেক পাথর ছুড়ে হত্যা করা উচিৎ বলে মন্তব্য করে রাতারাতি দক্ষিন এশীয়ার তারকা ফিল্ডিং কোঁচে পরিনত হয়েছেন বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের প্রধান মুফতি ফজলুল হক আমিনী।

তার এই প্রস্তর নিক্ষেপ আকাঙ্ক্ষার কারনে আইসিসি তাকে বর্ষ সেরা ক্রিকেট ফিল্ডারের সম্মাননা দিতে পারে বলে গুঞ্জন চলছে। "মুফতি আমিনী একজন অসাধারন অনন্য কিংবদন্তি এক জন্মক্ষনা ক্রিকেট মেধার অধিকারী" বলে রায় দিয়েছেন বাংলাদেশের প্রক্ষ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরি জাফরুল্লাহ শারাফাত । বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং এর সময় মিড অফ পজিশনে মুফতি আমিনীকেই সবচেয়ে কাংখিত ফিল্ডার বললেও বিখ্যাত ঝি ঝি পোকা সাংবাদিক উৎপল শুভ্র আশ্রাফুলকেই ১ নাম্বারে রাখার দাবি করেন। এদিকে দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার ও বিশ্ব বিখ্যাত ফিল্ডার জন্টি রোডস "দৈনিক ঊটপাখি" কে জানিয়েছেন তার ফিল্ডিং মেধার হাতে খড়ি স্বপ্নযোগে মুফতি আমিনীর কাছে। মুফতি আমিনীর দুয়ায় আজ তিনি বিখ্যাত ফিল্ডিং কোচ।

এদিকে মুফতি আমিনীর সাথে যোগাযোগ করে তার এই ফতোয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ২ নারীর নেতৃত্বর কারনে ৯৯ ভাগ মুসলিমের দেশ বাংলাদেশের পুরুষ মুসলিম সমাজ আজ গোপন ধজভঙ্গের শিকার। এখন ঐ বেগানা *গী দেশ বিদেশ ঘুরে ইহুদি নাসারদের যড়যন্ত্রে পাক সার জামিনের আরশের কুশরিতে বসার মতলব করছে। সেই সাথে তার কাছে থাকা সদ্য মোরাকাব যোগে পাওয়া হাদিস উল্লেখ করে বলেন, কিম কার্দেশিয়ান হইতে বর্নিতঃ " যে ব্যাক্তি পাথর ছুড়ে প্রথম টিপেই জেনাকারী নারীকে সই করতে পারলো সে নিশ্চয় জান্নাতী" । অন্যদিকে ইসলামি ঐক্যজোটের অন্য অংশের প্রধান মিজবাহুর রহমান এই পরকীয়া প্রেম সঠিক ভাবে শরীয়ত সম্মত নয় বলে আখ্যা দিয়ে বলেন ইসলামে বিবাহ বহির্ভুত নারী পুরুষ সম্পর্ক হকার্স লীগ এখনো হালাল করার সিদ্ধান্ত নেয় নি বিধায় বিলওয়াল ভুট্টো ইসলামিক রিপাব্লিক অফ পাকিস্তানের নেতা হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তাকে পুটুতে ১০১ টি মৃদু দোররা মেরে মক্কা শরীফে নির্বাসিত করা হোক এবং বিলওয়াল ভুট্টোর স্থলে হকার্স লীগের মনোনিত কাউকে হুকুমতে পাকিস্তানের ভবিষ্যত নেতা হিসাবে বিবেচনা করা হোক।

তিনি হিনা রাব্বানী খার কে হিল্লা বিয়ে করার দয়া করতেও রাজি আছেন বলে উল্লেখ করেন। হিল্লা বিয়ের প্রসংগ কোথা থেকে আসলো জানতে চাইলে তিনি বলেন ইসলামি রাস্ট্রে এই পরকীয়া সম্পর্ক মেনে নেয়ায় হিনার স্বামী পাঞ্জাবী ব্যাবসায়ি গুলজার গুরুতর অপরাধ করে ইসলাম হতে খারিজ হয়ে গেছেন। ফলে ইসলামি আইনে স্বামী মুরতাদ হলে তার সাথে স্ত্রীর সয়ংক্রিয় তালাক হয়ে যায়। তাই স্বামীর সাথে হিনা রাব্বানীর আবার ঘর করতে হলে তাকে হিল্লা বিয়ের মাধ্যমে আসতে হবে। পাক রেলমন্ত্রী কায়রোর আল আজহার বিশ্ব বিদ্যালয়ের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ ডঃ ইজ্জত আতিয়ার দেয়া ২০০৭ সালের এক ফতোয়াকে উদ্ধৃত করে প্রস্তাব করেন ইসলামি সালতানাত ই পাকিস্তান রক্ষায় হিনা ও বিলাওয়াল যাতে ভাই বোন রুপে একে পরের সামনে আসতে পারে ও কাজ করতে পারে সেজন্য সহি শরিয়াহ ভিত্তিক বন্দোবস্ত করতে হবে।

তবে মার্কিন যুক্তরাস্ট্রে অবস্থান করা বিলাওয়াল ভুট্টো ঐ গুহ্য প্রস্তাবের তীব্র বিরোধীতা করে বলেন তিনি এখন সাবালক তাই তার ব্রেস্ট ফিডিং এর বয়স পার হয়ে গ্যাছে । বাংলাদেশ ওলামা লীগ তার এই আকাংখাকে যুগপোযোগী কেসাস আখ্যা দিয়ে জানিয়েছে তারাও একি দাবিতে আগামী ২৫ ও ২৬ অক্টোবর দিন ব্যাপি ঢাকা শহরের গাবতলি, জিগাতলা হাজারিবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, আগারগাঁ এলজিইডি ভবন সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ,উত্তর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ, বনানী কাকলী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালি জায়গা, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ ও ব্রাদার্স ইউনিয়ন বালুর মাঠে হাল্কায়ে জিকের ও ছাগববন্ধন করার পরিকল্পনা করছেন। এদিকে অসমর্থিত সুত্রের খবরে জানা গেছে পরিবার ও দ্বীন ইসলামের বিরুদ্ধে এই ভয়াবহ অবমাননা ও ইহুদী নাসারাদের ষড়যন্ত্র রুখতে বধ্যপরিকর পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাক পররাস্ত্রমন্ত্রী হিনা রাব্বানী খার কে তুলে এনে নিজেই বিয়ে করার জন্য ত্রি ভুবনের দুর্ধর্ষ ব্লজঙ্গী কর্নেল ছাগুরাই কে সুপারি দেয়ার চিন্তা ভাবনা করছেন। এ উদ্দেশ্যে ছাগুরাই তার চর দখল স্থগিত রেখে বর্তমানে পাক প্রেসিডেন্ট প্যালেসে অবস্থান করছেন। দুরতম কিছু তথ্য সুত্রঃ Click This Link Click This Link http://news.bbc.co.uk/2/hi/6681511.stm  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.