কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ এই পথটা আমার বাসার সামনে দিয়ে গেছে। অথবা বলতে পারেন এই পথের পাশেই আমার বাসা। আমার বাসার চারদিকে চারটি পাবলিক লাইবব্রেরী আছে। পায়ে হেঁটে, একটি যেতে সময় লাগে ৯মিনিট, আরেকটিতে ১২ মিনিট। বাসার পশ্চিমেরটিতে যেতে লাগে ১৫মিনিট আর পূর্বে যেটি সেটিতে যেতে সময় লাগে ২০মিনিট। লাইব্রেরীতে না গেলে আমার দিন কাটেনা! এই রাস্তা এবং ফুটপাত একটু কাটাকাটি হয়েছিলো মাত্র। সেই কারনেই দুটি এখন নতুন। মনে হয় এই মাত্র বুঝি রাস্তার সো-রুম থেকে বেড়িয়ে এলো!! চলতে কতো আরাম! আনন্দ!! ইচ্ছে করে সারাদিন হাঁটি!! আমরা কি চুরি বাটপারি বন্ধ করে বাংলাদেশের প্রতিটি রাস্তা, ফুটপাত এরকম করতে পারিনা? সরকারকে দোষ দেওয়ার আগে নিজের দোষগুলো খুঁজে বের করে নিজেকে শোধরানোর চেষ্টা কি করেছি কখনো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।