আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ আমার জননী আমার....ডিএল রায়

বঙ্গ আমার জননী আমার ভাতৃ আমার, আমার দেশ কেন গো মা তোর শুষ্ক নয়ন? কেন গো মা তোর রুক্ষ কেশ? কেন গো মা তোর ধূলায় আসন? কেন গো মা তোর মলিন বেশ? শত কোটি সন্তান যার ডাকে উপচে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? শত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ।। উদিল যেখানে বৌদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণতঃ চরণে যার। অশোক যাহার কীর্তি ছায়িল গান্ধার হতে জলধি শেষ তুই কিনা মা গো তাদের জননী? তুই কিনা মা গো তাদের দেশ।। যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা মাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মা তোর কালিমা মানুষ আমরা, নহি তো মেষ দেবী আমার, সাধনা আমার স্বর্গ আমার, আমার দেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।