আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় শিক্ষামন্ত্রী দু'লাখ স্বপ্নকে এভাবে হত্যা করতে পারেন না!

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। মাননীয় শিক্ষামন্ত্রী আওয়ামিলীগের সমালোচিত মন্ত্রীসভায় আপনি একটু অন্য রকম। শুনেছি ব্যাক্তি আপনিও ভাল মানুষ। আপনার সময়োপযোগী কিছু সিদ্ধান্ত বেশ প্রশংসনীয়ও ছিল। আপনার মার্জিত কথা বার্তা আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ জাগিয়েছে।

যেহেতু আপনি শিক্ষামন্ত্রী আপনাকে আজ মনের কিছু কথা শোনাবো। সালটা ১৯৯২, বিএনপি সরকার তখন ক্ষমতায় ছিল। বেশ আধুনিক এবং একটি অতি প্রয়োজনীয় সিদ্ধান্তের মাধ্যমে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় নামক একটি প্রতিষ্ঠান খুলেছিল। মেধার দৌড়ে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ছিটকে পড়ে, অথবা মফস্বলের যারা পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌছাতে পারে না তারা বুকে শক্তি পেল। উচ্চ শিক্ষার নতুন দরজা পেয়ে সকলই খুশী হল।

বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যলয়ের মত আর কোন প্রতিষ্ঠান নেই, যেখানে এতগুলো ছাত্র-ছাত্রী একসাথে অধ্যয়ন করছে। ব্যাপারটা আশাব্যঞ্জক। ১৯৯২ সাল থেকে হিসাব করলে আজ ২০১২ সাল পুরো ২০ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশকে কি দিয়েছে? প্রশ্নটা আপনার কাছে রইলো। যদি কিছু দিতে না পারে তাহলে কেন পারেনি? ঠিক ২০১২ সালের হিসাবে এই মুহুর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ। এত বেশী শিক্ষার্থী বিশ্বের আর কোন প্রতিষ্ঠানে আছে কিনা সন্দেহ আছে।

তাহলে কোন যুক্তির ভিত্তিতে অথবা কোন হিসাবের কারনে জাতীয় বিশ্ববিদ্যালয় থমকে আছে? দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির দৌড়ে পিছিয়ে থাকা কি এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের একমাত্র অপরাধ? একজন ছাত্রের অনার্স শেষ করতেই লেগে যাচ্ছে ৭ বছর? অথচ বিসিএসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আশা ব্যাঞ্জক। মাননীয় শিক্ষামন্ত্রী ৭ বছরে একজন শিক্ষার্থীকে কি আলু কচু এবং মহাভারত শিখাচ্ছে একটু খোঁজ নিবেন দয়া করে। আপনি এখন বলতেই পারেন আমিতো আসলাম সেদিন,তার আগে থেকেইতো এমন ছিল। হুমম এমন ছিল তবে আপনার কাছ থেকে অনেক আশা করেছিলাম।

তাহলে আরেকটি রুপকথার গল্প শুনুন। রুপকথার গল্প প্রায় অবিশ্বাস্য। আমি এইচএসসি পাশ করি ২০০৭ সালে। কোথাও সুযোগ না পেয়ে শেষে ভর্তি হলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালের মার্চে। সিনিয়রদের কাছ থেকে ততদিন জেনে গেছি প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা নাকি দেড় বছরের মাথায় হয়।

তাই অপেক্ষা করতে থাকলাম। ঝাড়া সতের মাসে প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা হল ২০০৯ সালের আগষ্টে। দ্বিতীয় বর্ষ ফাইনাল হল আঠারো মাসে ২০১১ সালের ফেব্রুয়ারিতে। তৃতীয় বর্ষের ফাইনাল হল আঠারো মাসের মাথায়, ২০১২ সালের আগষ্টে। এখানে বলা উচিত কি চমৎকার দেখা গেল!এরমধ্যে পরীক্ষার ফলাফল দিতে দেরী হওয়া, পরীক্ষা হবার আট মাস পর ভাইভা হওয়ার বিষয়তো উল্লেখ করলাম না।

মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এত ভাবেন? মাধ্যমিক স্তর নিয়ে এত চিন্তা করেন,এর একটু যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি দিতেন তা হলে দুলাখ মেধার অপচয় হত না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নামের একটি প্রতিষ্ঠান প্রায়শ বিশ্ববিদ্যালয় নিয়ে আকডুম বাকডুম নীতি প্রনয়ন করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের মাথা ব্যাথার সামান্য যদি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে করত তাহলে দুলাখ শিক্ষার্থী অসহায় অবস্থায় ঘুরতো না। মাঝে আপনারা বেশ আশা দেখিয়েছেন, আপনারা প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রত্যেক বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র করবেন। সে বিভাগের সব কলেজ সে কেন্দ্রের আওতায় থাকবে।

কিন্তু কেন সেটা আর করা হয়নি? মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে যদি আমি জানতে চাই আমার অনার্স শেষ হতে কেন ৭ বছর লাগলো আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে যদি আমি হিসাব চাই কি এমন সিলেবাস দিয়েছেন যার জন্য কেবল গ্রাজুয়েশনের জন্য আমার এত বছর লেগেছে তাহলে কি উত্তর দিবেন? আপনি উত্তর দিতে পারবেন না কারন আপনার কোন ছেলে বা মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধারে কাছে নেই। চাকুরীর বাজারের প্রতিযোগিতায় কেবল আপনাদের দুর্বলতার কারনে হাজার হাজার ছেলে পিছিয়ে পড়েছে, আপনি কি পারবেন এর দ্বায় এড়াতে? পারবেন। কারন আর ক’টা দিন পরতো আপনি আর শিক্ষামন্ত্রী থাকছেন না। আপনার কিসের দ্বায়? জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশীর ভাগ ছাত্র-ছাত্রীই তৃতীয় বর্ষের আগে জীবনে কিছু করার আগ্রহ হারিয়ে ফেলে। মুখ থুবড়ে পড়ে স্বপ্নগুলো।

পড়ালেখা করতে গিয়ে যদি জীবনটাই থমকে যায় তবে সে পড়ালেখার মূল্য কি? দু”লাখ শিক্ষার্থীর দু’লাখ স্বপ্নকে এভাবে আপনারা হত্যা করতে পারেন না। স্বপ্নের দাম বাবা-মায়ের ঘামের সমান,আশার সমান,ভালোবাসার সমান। ইতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পোড় খাওয়া ছাত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.