আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ধ্বংসস্তূপ থেকে আরও সাত লাশ

সাভারের ধসে যাওয়া ভবন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরও সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এতে গতকাল রাত ১২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়াল ৫৪৪।

সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, ভবনধসের ঘটনায় ৫৩৫ জনের লাশ উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে। বাকি নয়জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত হাসপাতাল ও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪১৫ জনের লাশ।

মর্গ থেকে হস্তান্তর করা হয় ৩৫ জনের লাশ। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও মর্গে এখনো ৬২টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। ৩২টি লাশ দাফন করা হয়েছে। ওই ধ্বংসস্তূপ থেকে দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গতকাল রাত ১২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়।

এগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সাভারের ওই দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এখনো ধসে পড়া ভবনের আশপাশ, হাসপাতাল ও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ভিড় করছেন।
ঘটনাস্থলে থাকা সেনাবাহিনী জানায়, ভারী যন্ত্র দিয়ে সেখানে ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধারের কাজ চলছে। কোনো লাশ যাতে ভবনের টুকরা-টাকরার সঙ্গে চলে না যায়, এ জন্য কৌশলে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে বলে সেনাবাহিনী জানায়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।