আশ্বাস দেওয়া রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রপ্রধানদের রাজনীতিক মিথ্যাচারের আরেক নাম। মন্ত্রিসভায় প্রস্তাবিত ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা খসড়া নীতিমালা-২০১২’ গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে তা অবিলম্বে বাতিলের দাবি করেছে বিএনপি। একই সঙ্গে অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সরকারের উদ্যোগের বিরোধিতা করে তাকে নীতিমালার মাধ্যমে সরকার অনলাইন সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছে দলটি। বিএনপির এ দাবির সাথে আপনি কি একমত ? হ্যাঁ না মন্তব্য নেই ================= গত পর্বের ফলাফল। গত পর্বের প্রশ্ন ছিল, মাহফুজুর রহমানকে গ্রেফতারের যে দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা, তাদের এই দাবির সাথে আপনি কি একমত ? (১) অন্ধকারের রাজপুত্র বলেছেন: হ্যা (২) খাঁচার ভিতর অচিন পাখী বলেছেন: হ্যাঁ (৩) শুভ শুভ্র বলেছেন: অবশ্যই হ্যা (৪) ালামগীর বলেছেন: হ্যাঁ (৫) নিভা* বলেছেন: হ্যাঁ (৬) রাখালছেল০০৭ বলেছেন: হ্যা (৭) ফিরোজ-২ বলেছেন: হ্যা (৮) পানকৌড়ি বলেছেন: হ্যাঁ (৯)জসিম মল্লিক বলেছেন: হ্যাঁ (১০)জহির উদদীন বলেছেন হ্যাঁ (১১) সাদা কলো বলেছেন: হ্যা (১২) িবদ্রহী বলেছেন: হ্যাঁ (১৩) জুনায়েদ পি.সি.এ. বলেছেন: হ্যা (১৪) লিন্কিন পার্ক বলেছেন: হ্যাঁ (১৫) বাংলাদেশের বিবেক বলেছেন: হ্যাঁ (১৬) ***হাফিজ*** বলেছেন: হ্যাঁ (১৭)বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হ্যাঁ (১৮)শোয়েব হাসান বলেছেন: হ্যা (১৯) বিষাদ বর্ণন বলেছেন: হ্যাঁ (২০) দলছুট শুভ বলেছেন: হ্যাঁ (২১) আকাশনীল৭৭ বলেছেন: হ্যাঁ (২২) কামরুল হাসান শািহ বলেছেন: হ্যাঁ (২৩) সাহাবুল বলেছেন: হ্যাঁ (২৪) আবহমান বাংলা বলেছেন: হ্যাঁ (২৫) আবুশিথি বলেছেন: হ্যাঁ (২৬) রূম্মান বলেছেন: হ্যাঁ (২৭) মোঃ উরমান বলেছেন: হ্যাঁ ----------------------------------- ব্লগার জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবারই একি দাবি যে, নিহতের পরিবার যেন ন্যায় বিচার পায়। এবং যারা দোষি তাদের আইনের আওতায় এনে বিচার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।