আমাদের কথা খুঁজে নিন

   

এবার তবে নেশায় মেতে উঠি -

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. কে বলে নেশা করা খারাপ? অ্যাঁ....? . . . . . . . . . কী, মন খারাপ? মুড অফ? কিচ্ছু ভাল্লাগছে না? মন ভালো করতে নেশার বিকল্প নাই। ভিটামিন সি সমৃদ্ধ বোম্বাই মরিচ সহযোগে নেশা। এবার দেখে নেওয়া যাক উপকরণগুলোঃ ৪/৫ টি আমড়া কাটা টুকরো ছবি: শিবু ভট্টাচার্য পরিমাণমতো লবণ আর সাথে থাকবে বোম্বাই মরিচ ওরফে নাগা মরিচ নেশায় মাতবেন যেভাবেঃ একেকটা আমড়া কাটা টুকরার সঙ্গে এক চিলতা নাগা মরিচ , লবণ সহযোগে খাওয়া শুরু করে দিন। ঝাল যতো লাগবে নেশা ততো বাড়বে। চেষ্টা করুন মরিচের পরিমাণ বাড়াতে। ইয়ে মানে, প্রথমে এক টুকরা আমড়ার সঙ্গে কিন্তু আধা সেন্টিমিটার বা তার কম দিয়ে শুরু করুন। প্রয়োজনে মরিচের পরিমাণ বাড়া নেশার জমে উঠার উপর নির্ভর করে। মন ভালো হবে না মানে! বাপ বাপ করে মন ভালো হয়ে যাবে। সকল দায়দায়িত্ব পাঠক এবং ব্যবহারকারীর। পোস্টদাতা কোনরুপ দায় বহণ করিতে রাজি নহে কমেন্টের ঘরে ইউটিউবের লিঙ্ক দিতে পাচ্ছি না  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.