দ্রুতগতির ইন্টারনেট আমাদের সবারই কাম্য।কিন্তু কোন দেশ কি পরিমান ইন্টারনেট স্পিড দিতে সক্ষম হচ্ছে তা কি আপনি জানেন।ইন্টারনেট ডাউনলোড স্পিডের উপর ভিত্তি করে দ্রুতগতির ইন্টারনেট দাতা ১০টি দেশের এক তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি।শুধু তাই নয়,কোন দেশে কি পরিমান ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তার যাচাই করে সেরা ১০ ইন্টারনেট ব্যবহারকারী দেশের নামও প্রকাশিত হয়েছে যাতে আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতও রয়েছে।তাহলে চলুন দেখি বিশ্বের দশটি দ্রুতগতির ইন্টারনেট সেবা দাতা দেশ ও দশটি সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী দেশের নাম। দ্রুতগতির ইন্টারনেট সেবা দানকারী সেরা ১০টি দেশঃ ১.দক্ষিন কোরিয়া (স্পিড 17,187 kb/s ) ২.জাপান (স্পিড 16,365 kb/s ) ৩.লিথুয়ানিয়া (স্পিড 11,295 kb/s ) ৪.সুইডেন (স্পিড 11,280 kb/s ) ৫.রোমানিয়া (স্পিড 10,236 kb/s ) ৬.লাটভিয়ান (স্পিড 9,782 kb/s ) ৭.বুলগেরিয়া (স্পিড 9,074 kb/s ) ৮.নেদারল্যান্ড (স্পিড 8,734 kb/s ) ৯.জার্মানি (স্পিড 7,447 kb/s ) ১০.রাশিয়ান ফেডারেশন (স্পিড 7,260 kb/s ) সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী ১০টি দেশঃ 1.China 2.United States 3.Japan 4.India 5.Brazil 6.Germany 7.United Kingdom 8.Russia 9.France 10.South Korea
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।