আমাদের কথা খুঁজে নিন

   

কাজলা দিদি আছে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেনা আর তবু সবাই অপেক্ষাতে বলুন দেখি কার ? যাঁর আদরে খুশি সবাই পাই যারে ফেসবুক সেই দিদিটার আগমণে সবজনা উৎসুক বাঁশবাগানে চাঁদ না উঠুক দিদি তো আর আছে পাইনা শুধু কোলে গিয়ে বসতে দিদির কাছে। কিন্তু দিদি শোলোক শোনায় আরো মধুর গান জানো কি মা কণ্ঠে দিদির পাখির কলতান? সবাই দিদির পাকনা আদর আমি কেবল বোকা ক'দিন ধরে ডাকছে আমায় আদর করে খোকা। দিদি থাকেন পরদেশে মা স্বদেশ থাকে বুকে তাইতো দিদি যায়নি ভুলে পরতে কাজল চোখে। দেশ-বিদেশের ভাই-বোনেরা দিদির আদর কাড়ে পাইলে তারে এক পলকে বল্ কি ওরা ছাড়ে? হেলাল বলে কোলে যাবে পিন্টু বলে আগে ঝগড়া লাগে এ নিয়ে বল্ দিদিটা কার ভাগে? সালমা তখন হাসে কেবল রাগ করে যায় তুলি খামছি থেকে হয় শুরু হয় প্রবল চুলাচুলি। দিদি তখন দেয় মুখে মা একটা সুখের হাসি জড়িয়ে নিয়ে কয় সবারে সমান ভালোবাসি ঝগড়া থামায় বুড়ো খোকা এবং খুকির দলে সবার মনে তখন শুধু সুখের আগুন জ্বলে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ যদি না উঠে কাজলাদিদি নেয় যেন মা আদর-সোহাগ লুটে ফেসবুকেতে দিদি যেন অমন করে থাকে দিদির বুকে জোনাক জ্বলুক আমগো যেন রাখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.