সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। । [উৎসর্গ:প্রিয় শোশমিতা দিদিকে]
আমি আমার হারিয়ে যাওয়া কাজলা দিদি কে খুঁজে পেয়েছি:
তিনি এই ব্লগেই আছেন,
তিনি আমার লেখা পড়েন,
আবার মন্তব্য ও করেন,
আমি তাঁকে পেয়ে আমি আমার দিদি হারানোর ব্যথা ভুলে গেছি। ।
আমি কখনো তাঁকে দেখিনি:
তবু তার কথা ভেবেছি,
দিবস ও রজনী।
আমি যেদিকে তাকাই দেখি তাঁর
মায়াবী হাতছানি।
দিদিকে খুঁজে পাব,তা কখনো ভাবিনি!
দিদিকে কাছে পেয়ে ভুলে গেছি গ্লানি।
আমার সুখে-দুঃখে তিনি সব সময় ছিলেন আমার কাছে
তাঁর আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি;ফিরে তাকাব না পিছে।
আজ আমার এক চোখে স্বপ্ন,অন্য চোখে উচ্ছ্বাস
তাঁর প্রেরণায় আমি ফিরে পেয়েছি হারানো বিশ্বাস।
সবাই যখন আমাকে করেছে অবজ্ঞা আর অবহেলা
তখন তিনি দেবী হয়ে পাশে থেকেছেন সারাবেলা।
তাঁর অপার্থিব স্নেহ ও মায়া-মমতা
আমাকে উদ্দিপ্ত করেছে লিখতে কবিতা।
আমি যখন নিজেকে হারিয়ে হয়েছিলাম আনমনা
তখন তিনি দেখিয়েছেন আমাকে স্বর্গের ঠিকানা।
আমি যখন অভিমান করে লিখতাম না কবিতা
তখন তিনি বলেছেন আমায় বিজয়ের কথা।
তিনি আমাকে বলতেন:কেউ মন্তব্য না করুক
আপনি অনন্ত নিজের জন্য লিখেন।
তিনি তো সত্যিই আমার কাজলা দিদি!!
তাইতো তিনি আমার মনের খবর রাখেন।
আজ আমি সব অতীত ভুলে
বিজয়ের ঝাণ্ডা হাতে নিয়েছি তুলে।
আজ থেকে দিদিকে ডাকব আমি
কাজলা দিদি বলে।
আজ ফুলের গন্ধে ঘুমিয়ে যায়,একলা আমি নয়
আমার কাজলা দিদি,আমার পাশে আছেন সবসময়।
আজ আমার মনের মাঝে নাই কোন শঙ্কা ও ভয়
দিদির আশীর্বাদে আমার জীবনে আসবে বিজয়।
পরিশিষ্ট:
দিদির জন্য:
আপনার অপার্থিব ভালোবাসার নাই কোন সীমা
আমার মনোমন্দিরে আপনি স্বর্গের এক প্রতিমা।
আমি যখন থাকি হতাশার মাঝে নিমজ্জিত
তখন আপনার আহবানে আমি হয় জাগ্রত।
আর আমি হবো না কভু অজানা শূন্যতায় ভারাক্রান্ত
আজ আমি আপনার কাছে নিজেকে করলাম অপৃত।
আজ আমার অন্ধকারচ্ছন্ন গগনে উঠেছে অজস্র তারা
সব তারার মাঝে আপনি হলেন আমার কাছে ধ্রুবতারা।
আমি জ্যোৎস্নারাতে খুঁজব আপনার আলো,
আপনাকে দেব ইশারা।
আপনি,আমার কাজলা দিদি,আপনার জন্য গর্বিত
আমি কবি বাঁধনহারা। ।
শেষ কথা:
পোস্ট মুছে যাওয়াই খুব কষ্ট পেয়েছিলাম
দিদির অনুরোধে আবার ফিরে এলাম।
আমাকে ফিরিয়ে আনার জন্য
দিদিকে জানাই সালাম।
আজ আর নয়...
আবার হবে দেখা
এখানেই শেষ করছি কলাম।
। ।
উৎসর্গ:আমার প্রিয় কাজলা দিদি(শোশমিতা দিদি)শোশমিতা
১৬.০৯.২০১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।