আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্ট কাজলা দিদি

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি আমার কাজলা দিদি তুই কোথায় আছিস বল? তুই যেথায় আছিস সেথায় আমায় নিয়ে চল। আমার বয়েস কুড়ি পেরিয়েছি বছর তিন হল বড্ড বেশি বড় হয়ে গেছি; বলছে সব্বাই। তাই দুঃখ পেলেও হাউ মাউ করে কান্না এখন কি আর আমাকে বল মানায়? তাই কান্না পেলেও কাঁদতে পারি না মাঝ রাত্তিরে অথবা মাঝ রাস্তায়। সব কষ্ট বুকে ছেপে ধরে রেখে আমার দিন কাটে মিথ্যে হাসায়। আমার একা লাগলে পরে খুব কেমন করে থাকি বল ছুপ? বিষণ্ণতা আমাকে পোড়ায় আমারও যে কাঁদতে ইচ্ছে হয়।

আমার গ্রীষ্ম শরত হেমন্ত দিদি আমার ছোট্ট বেলার খেলার সাথী। আমার বয়েস এখন তেইশ তাই আমার বুঝি কান্না পেতে নাই? আমার ঘোলা জলে ভাসতে থাকা দিদি আমার পাশের বাড়ির দুষ্ট কাজলা দিদি হটাৎ করেই বড় হয়ে গেলে লাল টুকটুকে বেনারসি শাড়ি হটাৎ করে চলে গেলে তুমি বৌ সেঝে তোমার শ্বশুর বাড়ি। বুঝিনি ছাই তোমার প্রতি টান তোমার জন্য লেখা আমার গানে ছিল সবই অবুঝ ভালবাসা আজ বুঝেছি বুঝেছি চোখের জলের মানে। তুমি ঘোম'টাকে টেনে আড়াল করে ডেকেছিলে তোমার চোখের পানি। আজ এত দিনের পর বুঝেছি তোমার ভালবাসার মুল্য খানি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.