কারো জানালার পাশে বয়ে চলা ছোট নদী,/দখিনা বাতাসের নিয়ত আনাগোনা।/কারো জানালার পাশে উকি দিয়ে যায় কচি শালিকছানা।/কারো প্রভাতের সিন্গ্ধতা,/কারো গোধুলির মায়া আলো।/কারো টবে ফুটে থাকা গোলাপ,/কারো প্রকৃতির ঘাসফুলে জমে থাকা আলোকোজ্জ্বল শিশির।/কারো নীল আকাশ,/কারো কালো মেঘ..।/আমার ছিল লেবুর ডালে চড়ুইভাতির ছোট্ট বাসা/আর ছিল কাজলা দিদি কবিতার আবছায়া/লেবুর ডালে জোনাকির আলোয় মায়াময়তার বহিপ্রকাশ।/তোমাদের কি বন্ধু?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।