জেগে, ঘুমিয়ে, আড্ডায়, গল্পে, প্রার্থনায়, কবিতায়, সিনেমায়- সবখানে শুধু স্বপ্ন দেখি। : কিরে কি খবর তোর ?? এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস !! উঠ শালা!!
প্রতিদিন সকালে বন্ধুর ফোনে ঘুম ভাঙ্গে। মনে মনে কয়েকটা গালি দেই অসময়ে(!!) ঘুম ভাঙ্গানোর জন্য। মাঝে মাঝে আবার ফোন ধরি না। কিন্তু বন্ধু আমার হাল ছাড়ে না।
এত রাগারাগি করি, তারপরও তুই হাল ছাড়িস না। হায় ! বন্ধু তুই না থাকলে যে সকালের নাস্তা চোখে দেখি না।
এভাবেই ক্যাম্পাস জীবনটা কেটে যাচ্ছে বন্ধুত্বের ভেলায় ভেসে ভেসে। গত কয়েকটি বছরের দেনা-পাওনার হিসেব মেলাতে গেলে শুধু প্রিয় কিছু মুখ সামনে ভেসে উঠে। হাসি-ঠাট্টায়, আড্ডায়-খুনসুটিতে কাটানো মুহূর্তগুলো সেলুলয়েডের ফিতার মত চোখের সামনে দিয়ে ভেসে যায়।
একসময় এই ক্যাম্পাস ছাড়তে হবে। ছুটতে হবে বাস্তবতার টানে। তখন বন্ধু তোদের দেওয়া এই ছেড়া ঘুড়ি আর রঙ্গীন বল নিয়ে আমি তোদেরকে মনে করব। তোরা খেতে গিয়ে কাশতে (!!) শুরু করবি। তোদের প্রিয় মানুষরা তোদের দিকে এগিয়ে দিবে পানি (!!)।
যাই করিস পানি গিলতে গিলতে আমার কথা ভুলে যাসনে যেন।
বাইরে বৃষ্টি হচ্ছে। একলা রুমে বসে আছি আমি। আমার ভিতরেও বৃষ্টি নেমেছে। তবে সে বৃষ্টি বন্ধুত্বের অমিয় সুধার বৃষ্টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।