আমাদের কথা খুঁজে নিন

   

লেখক ও কবি - ফাঁকা বুলি সবই

লেখক ও কবি - ফাঁকা বুলি সবই লেখক আর কবি নামক কিছু পাগল আছে দুনিয়ায় ভাবুক একটু হয়তো তারা চিন্তা আর চেতনায় মনেতে মনেতে কিছু কথা আসে কাগজ কলম সামনে নিয়ে বসে সবার মনেতে একই রকম চিন্তা প্রায় প্রকাশ শুধু যার যার ভাষায় কিছু কথা সুখের কিছু হয় দুঃখের কথা লেখে কিছু আনন্দের কথা কিছু যন্ত্রণার কথা কিছু সমাজের কথা কিছু থাকে প্রবঞ্চনার তবুও তো লেখে নিজের মতন পড়ে থেকে ঘরের এক কোণে ছাপানো কাগজে মানুষগুলো সেগুলো পড়ে আর কিছু জানে। আনন্দ খুঁজে লেখার মাঝে বোঝে কি যাতনা তারা কভু কবির? কোথা থেকে লেখা আসে কিভাবে কথামালা গাঁথে? সাজিয়ে কাগজে আর কলমের ভাজে স্বপ্ন সাজিয়ে যাওয়া এই মানুষগুলো হয়ে স্থবির। শব্দ কথামালা শব্দজটের জ্বালা যেন ঢাকা শহরের ট্র্যাফিক জ্যাম মনেতে কথা পাঁক খায়, আসে না লেখনীতে ঝড় মনের মাঝে সিডোর যেন বয়ে চলে মনে কাগজে যদি লেখাগুলো না ফোটে মনের সাঁজে; ভাষা তো বাংলা, মানুষ বাংলার চিন্তাগুলো শুধু সাজায় বাংলায় কবির মনের ভাবনা থেকে স্বপ্ন থেকে, কল্পনা থেকে কিছু যন্ত্রণা থেকে লেখা বের হয় কাগজের ভাজে। লেখক আর কবি নামক কিছু ন-মানুষ বাস করে নিজের মতন করে স্বপ্ন ও কল্পনার জগতে পারিপার্শ্বিকতা কিছুটা হয়তো ভুলে কল্পলোকের মানুষ, কল্পনা করে তারা স্বপ্নে থাকে, স্বপ্নে বাঁচে আর নিজ মনে ছবি আঁকে কাগজের মাঝে কলমের আঁচরে; তবুও যাই লিখুক না কেন তাতেই যেন বাঁধা খায় ভ্রমের ঘোর পাঠকের কভু না যায় সব লেখাকেই ভেবে নেয় কবির নিজের জীবনী লেখা আসলে যে তা লেখনীতে তারই স্বপ্ন আঁকা বোঝে না পাঠক কুল, সবই দেখে চোখে বাঁকা। কখনো স্বপ্ন দেখে সে প্রেম নিয়ে, ভালোবাসা থাকে তাকে ঘিরে কাগজে কলম চালায় নিজে নিজে শব্দজটের ভিড়ে হয়তো কবিতা হয় কিংবা লেখনী কিছু পাঠকের মনে জাগে শালা কবি প্রেমে পড়েছে নিয়েছে জানি কার পিছু!! কখনো ভাবনায় জেগে ওঠে দুঃখ বিলাস, কল্পনার প্রেমিকাকে ঘিরে কোন দূর দেশে, যেন কবিকে ফেলে গিয়েছে চলে কাগজে কলমে এঁকে যায় দুঃখ গাঁথা, মনেতে যা আসে পাঠক কুল ভেবে নেয় বেটা গাধা ছেঁকা খেয়ে মাথা আউলা, এখন কবি হয়ে গেছে।

কখনো চোখের সামনে ভেসে ওঠে সমাজের অনাচারগুলো ফুটিয়ে তুলতে চায় লেখনীতে ওগুলো পাঠক কুল কিছু পড়ে, অবহেলায় কেহ মুচকি হাসে আর বলে, সমাজ সংস্কার করতে গাধা এই লোকগুলো সময় নষ্ট করতে কেন যে আসে? কখনো চোখে ভেসে ওঠে এ যুগের নারীদের কিংবা নরপশুদের কিছু কথা কিছু কামের লিপ্সায়; কেহ আসে পেটের তাগিদে দেহব্যবসায় নরপশু মানুষ কিছু, খোঁজে থাকে নিশি-কন্যার; কামের নেশায় লেখক লেখনীতে তুলে ধরে, পাঠক কুল গালি মারে বেঁকে কবিতার নামে নোংরা লেখনী লিখছেন কবি; তারাই বলে এ কে। কবিরও কল্পনায় থাকে কামনা বাসনা কিংবা ষড়রিপু কিছু স্বপ্নে দেখে এক, কল্পনায় ভাবে হয়তো অন্যকিছু কাম-রিপু বা অন্য-রিপুগুলোর কথা তুলে আনে লেখনীর ছলে পাঠক কুলের কাছে নষ্ট লেখক কামুক, লুচ্চা আর বদমাইশ রসের নাগর কিংবা রসময় গুপ্ত হয়েছে, কবিকে বলে। একটু যদি লেখাগুলো পড়ত মানুষগুলো বোঝার মন নিয়ে বুঝতে পাড়ত কত যাতনায় লিখা হচ্ছে ওগুলো কলম দিয়ে লেখার মাঝেই আছে ভালোবাসা আর আছে কিছু কষ্টের কথা সবার মাঝেই আনন্দ আছে সবার মনেই আছে কিছু ব্যথা। স্বপ্ন দেখে কল্পনায় সাজায়, কথার খেলায় কিছু লিখে যায় ভাবনাগুলো একই রকম, লেখাগুলো হয়তো কিছুটা ভিন্ন চক্রাকারে ঘুরে চলছে বলয়ের মত, মনের মাঝে আছে যা ভাবনায় তবুও মানুষ তাঁরা হয়তো কিছুটা ভিন্ন, তাঁদের জীবনটা কোথায় যেন শূন্য। সুখ দুঃখ, ভালোবাসা-বাসি আর ষড়রিপুর কথা কবিতায় ফুটে ওঠে আসলে ভালোবাসা বাসি কবি লেখকদের ভাগ্যে, কখনো কি জোটে? পাঠক কুলের মাঝে কিছু কিছু বোঝে, সম্মানিত হয় লেখক ও কবি বাকি বেশিরভাগ ভাবে পাগল ওগুলো, কথার জাদুকর - আসলে ফাঁকা বুলি সবই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.