আমাদের কথা খুঁজে নিন

   

সামুর সমমনা ব্লগারদের অংশগ্রহনে আয়োজিত পিকনিকের জন্য প্রস্তাবিত প্লান সমূহ ঃ নির্বাচিত করুন

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে প্রথমেই দেখে নেই এই সম্পর্কিত আগের পোস্ট ঃ ক্লিক এই বিষয় এর উদ্দোক্তা র প্রথম পোস্ট ঃ ক্লিক আমার প্রস্তাব ঃ প্রস্তাব – ১ ( অর্ধ দিবস ট্যুর ) প্রস্তাবিত তারিখ ঃ ১২ ই অক্টোবর ২০১২। সময় ঃ দুপুর ১ টা হতে সন্ধ্যা ৬ টা । প্রস্তাবিত স্থান ঃ গোপালদী , নারায়নগঞ্জ । নাম রেজিস্ট্রেশনের শেষ সময় – ১০ ই অক্টোবর ২০১২। যাত্রার স্থান ঃ যাত্রাবাড়ী মোড়/ গুলিস্থান, ঢাকা ।

খরচ পাতি / যাতায়ত / খাবার / জন প্রতি ঃ ৩০০ টাকা । দুপুর ১২। ৩০ মিনিটে সবাই বায়তুল মোকারম মসজিদের প্রধান গেটে উপ্ স্থিত হয়ে এক সাথে নামাজ পড়ে সোজা গুলিস্থান বাস স্টান্ডে যাবো। যাত্রাবাড়ী মোড়/গুলিস্থান থেকে বাসে সরাসরি গোপালদী – ভাড়া(আনুমানিক) - ৫০/= (যাত্রা শুরু – দুপুর ১ টা ২০ মিনিট ) দুপুরের খাবার (২ টা ৩০ মিনিটে গোপালদী ) ১০০ টাকা জনপ্রতি। ৪ টা থেকে - ৬ টা নৌকা ভ্রমন ঘন্টা প্রতি ১০০/= (প্রতি নৌকা তে ৮ জন) – পরিচয় পর্ব , সাথে সাথে চা এবং ভ্রমন চলবে ।

সন্ধ্যা ৭ টার মধ্যে ঢাকায় রওনা দেওয়া । প্রস্তাব -২ ( ফুল দিবস ট্যুর) প্রস্তাবিত তারিখ ঃ ১২ ই অক্টোবর ২০১২। সময় ঃ স কা ল ৭ টা হতে সন্ধ্যা ৬ টা । প্রস্তাবিত স্থান ঃ গোপালদী , নারায়নগঞ্জ । নাম রেজিস্ট্রেশনের শেষ সময় – ১০ ই অক্টোবর ২০১২।

যাত্রার স্থান ঃ যাত্রাবাড়ী মোড়/ গুলিস্থান, ঢাকা । খরচ পাতি / যাতায়ত / খাবার / জন প্রতি ঃ ৪০০ টাকা । স কা ল ৭ টায় টিকাটুলি রাজধানী সুপার মারকেট এর সামনে সবাই উপ স্থিত থাকতে হবে । হোটেল দেশবন্ধু তে সকালের নাস্তা - দুপুর ১২। ৩০ মিনিটে সবাই বায়তুল মোকারম মসজিদের প্রধান গেটে উপ্ স্থিত হয়ে এক সাথে নামাজ পড়ে সোজা গুলিস্থন বাস স্টান্ডে যাবো।

যাত্রাবাড়ী মোড়/গুলিস্থান থেকে বাসে সরাসরি গোপালদী – ভাড়া(আনুমানিক) - ৫০/= (যাত্রা শুরু – দুপুর ১ টা ২০ মিনিট ) দুপুরের খাবার (২ টা ৩০ মিনিটে গোপালদী ) – ১০০ টাকা জনপ্রতি। ৪ টা থেকে - ৬ টা নৌকা ভ্রমন – ঘন্টা প্রতি – ১০০/= (প্রতি নৌকা তে ৮ জন) – পরিচয় পরব , সাথে সাথে চা এবং ভ্রমন চলবে । সন্ধ্যা ৭ টার মদ্ধে ঢাকা য় রওনা দেওয়া । প্রস্তাবিত পিকনিক এর জন্য স্থান সময় নির্বাচিত করার জন্য অতি দ্রুত আহবান করা হল। এই ট্যুর কে সফল করার প্রস্তাবিত পোস্টে জন্য নাম প্রস্তাব করা দরকারঃ – ৮ জনের কমিটি গঠন করতে হবে ১।

অর্থ সম্পাদক – srjony । ?? ২। প্রচার সম্পাদক / পুরস্কার – চিরতার রস । ?? ৩। খাবার বিষয়ক দায়িত্তে – ?? ৪।

ইভেন্ট মেনেজমেন্ট ও যাতায়ত বিষয়ক দায়িত্তে – Sonjoy Nipu & আমিনুর রহমান (আপনাদের বিবেচনা সাপেক্ষে) যারা যারা এতে অংশগ্রহণ করতে চান তারা চলো না ঘুরে আসি (Step of Bijoy) join করতে হবে এবং Event এ ক্লিক করে যাবার ব্যাপারটা উল্লেখ করবেন । Click Here For Resigtration ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.