তুমি আমার জল-স্থলের মাদুর থেকে নামো.....তুমি বাংলা ছাড়ো !!! আমি সামহ্যোয়ারইন। যাকে আদর করে তোমরা সামু ডাকো। বলাই যায় আমি দেশের সর্বাপেক্ষা বড় অনলাইন কমিউনিটি। ভাবছো, অহংকার করছি? হ্যাঁ, তা তো একটু করবই....!
কত জ্ঞানী-গুণী মানুষ আমার বুকে বেড়ে উঠল। প্রতিভার ফুলঝুরি ছোটাল আত্ম-অহংকারে।
কবি,সাহিত্যিক, বুদ্ধিজীবি,ছাত্র সবারই মত প্রকাশের প্ল্যাটফর্ম আমি। দেশের কত আন্দোলনের স্বাক্ষী আমি। এইতো কিছুদিন আগেও মেডিক্যাল ভর্তি জটিলতা নিয়ে আন্দোলনের ডাক তো আমার থেকেই বেরোল। কবিতায়,সাহিত্যে,দর্শনে আমার অবদান ভোলে কার সাধ্য আছে? গর্ব করে বলতে পারি দেশে কোথাও ভূমিকম্প হলে তার খবর আমার থেকেই সবাই প্রথম পায়। মুভি রিভিউ,খেলাধুলার কথা তো বাদই থাকল।
কিন্তু, বিনিময়ে কি পেলাম আমি? ধর্ম নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি, রাজনৈতিক নোংরামি আজ আমার অবদানকে ম্লান করে দিচ্ছে। নাস্তিক-আস্তিক লড়াই দেখে আমি আজ ক্লান্ত। ঝগড়া-বিবাদ দেখে দেখে আজ আমি বিরক্ত-মর্মাহত। এজন্যই আজ কতিপয় মানুষ,যারা একদিন আমারই ব্লগার ছিল তারাই আমাকে বন্ধ করার দাবি করে। তাই, তোমাদের প্রতি আহ্বান,"আমার সম্মান ভূলুণ্ঠিত কোরোনা।
আমায় তুলে ধর। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।