আমাদের কথা খুঁজে নিন

   

সর্প বিষয়ক কর্মশালা- ১ / ফিতাসাপ

শিশুতোষ যে কোন রচনা।   Thamnophis sirtalis । এই সাপের বাংলা নাম ফিতা সাপ। এটা খুব সাধারন সাপ, সব জায়গাতেই এর দেখা মেলে। এই সাপ চার ফুট পর্যন্ত লম্বা।

এই সাপ অনেক রঙের হতে পারে। তবে যে রঙের ই হোক, এতে তিনটা হলুদ স্ট্রাইপ থাকে। ভেজা কিম্বা আদ্র এলাকা এই সাপের পছন্দ। সে কারনে জাঁতা জঙ্গলে, কাঠের স্তুপে, বনের প্রান্তে, বাগানে, পুকুরের ধারে এদের দেখা মেলে। দিনে রাতে সবসময় ই এরা সক্রিয়।

তবে এদের বেশি পছন্দ দিন। গ্রীষ্মের সকাল ও বিকেল গুলি এদের বিশেষ পছন্দের সময়, এরা সাধারণত তপ্ত দুপুর এড়িয়ে চলে। এরা জঙ্গল ভালবাসে। বিশ্রাম, শিকার ও রোদ পোহানোর মত কাজ গুলো জঙ্গলেই করে থাকে। সূর্যের আলো না পেলে এদের খাবার হজম হয় না।

তাই এরা বাধ্য হয়েই রোদ পোহায়। ব্যাঙ, ছোট মাছ, পাখির ডিম ও পোকামাকড় এদের বিশেষ পছন্দের খাবার। মার্চ থেকে মে মাস ফিতা সাপের সঙ্গম কাল। কয়েকটা পুরুষ সাপ মিলে একটা মেয়ে সাপ কে খুঁজে বের করে, এক সাথে এরা মিলিত হয়ে একটা বল তৈরি করে ফেলে। এটা এদের সঙ্গমরীতি।

অন্যান্য প্রজাতির সাপের মত এদের মেয়ে সাপগুলি ডিম পারে না। এরা পাঁচ থেকে নয় ইঞ্চি দীঘল বাচ্চা দিয়ে থাকে। একসাথে ৫০ টি পর্যন্ত ফিতাসাপের জন্ম হতে পারে। এদের সবগুলি অবশ্য বাঁচে না। পুরো শীতকালটা এরা অচেতন অবস্থায় শীতনিদ্রায় কাটায়।

এ সময়টা তারা পাহাড়ের গুহা বা যেকোনো গর্তে থাকে। গ্রিস্মে সবার আগে যে সাপটি জেগে ওঠে, সেটা ফিতা সাপ। এরা খুব ভাল সাঁতারু। এরা ১০ বছর বাঁচে প্রায়। এরা শত্রু দ্বারা আক্রান্ত হলে এক ধরনের বাজে গন্ধ ছাড়ে।

শত্রুর আর না ছেড়ে উপায় থাকেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।