আমাদের কথা খুঁজে নিন

   

এবার থেকে সামুতে আপনার পোস্টে হিট বাড়বেই....... একহাজার-দশ হাজার কত পেজভিউ চান (সাথে কমেন্ট ফ্রি )

যত মত, তত পথ ব্লগে পোস্টে হিট বাড়লে কার না ভাল লাগে । হিটের অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে উল্লেখযোগ্য একটি ফ্যাক্টর হল পোস্টটিতে ইতিমধ্যে কতগুলো হিট পড়েছে । আমি নিজেকে দিয়েই বুঝাই । যখন দেখি ১ম, ২য় বা ৩য় পাতায় যদি কোন পোস্টের হিট অনেক বেশি তাহলে কন্টেন্ট মনের মত না হলেও ওই পোস্টটাতে একটু ঢু মেরে আসি । তাই একটা স্ক্রিপ্ট বানালাম ।

যেটা অটোম্যাটিক আপনার পোস্টের হিট বাড়িয়ে দিবে । ১ম-২য় পাতায় থাকা অবস্থায় হিট বাড়লে এমনিতে ন্যাচারাল হিট অনেক বেড়ে যাবে । ন্যাচারাল হিট বেড়ে গেলে কমেন্টতো ফ্রিই পাবেন নাকি !! অরিজিনাল হিট ব্লগারদের কাছে ক্ষমা চাচ্ছি । এখানে যান । আপনার পোস্টের ইউ আর এল টা ফাকা স্থানে প্রবেশ করান ।

সময় নির্ধারন করুন । কত সেকেন্ড পর পর রিফ্রেশ করতে চান । গতি খুব ভালো ৭ সেকেন্ড দিতে পারেন । তবে একটু বেশী সময় দেওয়াই ভাল । কেননা সামুর হিট কাউন্ট হতে অনেক সময় নেয় ।

দেখেনিন কোন সময় দিলে পোস্টের ঠিক নিচে হিট কাউন্টার আসার সময়ের সাথে মিলে যায় । তার থেকে একটু বেশী দিন । ইচ্ছে করলে এই পোস্টেরও হিট বাড়িয়ে দিতে পারতাম । নিজের পোস্টের জন্য এই স্ক্রিপ্ট ইউজ করি নাই এখন পর্যন্ত । তবে অন্য কারো পোস্ট ভালো লাগলে করি ।

২০ মিনিট চালানোর পর ন্যাচারাল ভিজিট এমনিতেই অনেক বেড়ে যেতে দেখেছি । আর হ্যা - মডুরা কিছু বললে কিন্তু আমার দোষ নাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.