তুমি চাইলেই বারবার ফিরে আসিব তোমার কাছে
যদি অসমাপ্ত থেকে যায় অনেক কথা-ফিরে আসিব
নিরন্তর মেটাবো তোমার মনের সব জ্বালা বারেবারে
হাজার রাত যাবে তুমিহীন আকাশের দিকে তাকিয়ে
প্রেমের কবিতা থাক -চলো আজ বৃষ্টিতে ভিজি ।
আমার হৃদয় ক্ষত-বিক্ষত, তুমি জানো না তা
শুদ্ধ হতে চাই আজ তোমার বুকে রেখে মাথা
দাও তুমি সঞ্জীবনী মন্ত্র-মনকে দেবো উঁড়িয়ে
প্রতীক্ষায় প্রাচীন বটবৃক্ষের মত দাঁড়িয়ে আছি
জানতে চেও না- কতটূকু ভালোবাসি তোমাকে
ওহে বালিকা তোমাকে একটা মহা গোপন কথা বলি-
ভালোবাসতে না জানলেই ভালোবাসার কবিতা লেখা যায়
জানো তো-হেরে যাওয়া অথবা হারিয়ে যাওয়া খুব সহজ
তুমি যখন ঘুমাও, ভীষণ আনন্দবোধ করি বিরহে শয়নে
কোথায় আছো কেমন আছো সব সময় জানাতে থেকো ।
( আমি কবিতা লিখতে জানি না । কিন্তু তারপরও খুব ইচ্ছা জাগে দারুন একটা কবিতা লিখি । "আজকেই এই কবিতাটি আমার প্রিয় একজন মানুষের জন্য ।
আজ তার জন্মদিন । এক আকাশ ভালোবাসা নিয়েই- কবিতাটা লিখতে চেষ্টা করেছি । আমার প্রিয় মানুষ্টি ভালো থাকুক । ভালো থাকুক পৃথিবীর সবার প্রিয় মানুষেরা । " কবিতা বোঝে এমন মানুষের সংখ্যা নগন্য কিন্তু বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ দখল করে আছে কবিতা।
আধুনিক কবিতা পূর্বে বাংলা কবিতা মর্মত অপ্রাপ্তবয়স্কদের কবিতা, আধুনিক বাংলা কবিতায়ই প্রথম বাংলা কবিতা যা প্রাপ্তবয়স্কদের কবিতা। হুমায়ুন আজাদ সম্পাদিত “আধুনিক বাংলা কবিতা” বইটি নিঃসন্দেহে অসাধারন একটি বই। এই বইটি খুব সহজে আমাদের ভাল কবিতার সাথে পরিচয় করিয়ে দেয়। একটা উদাহরণ দিই। প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতা—‘ছাদে যেও নাকো/ সেখানে আকাশ অনেক বড়/ সিমাহীন।
’ চমৎকার একটা ছবি। কিন্তু পরের লাইনগুলো দেখো— তারাদের চোখে এত জিজ্ঞাসা/ স্বপন সব হবে বিলীন। ‘ এটা কারিগরি। কবি-লেখকদেরও নিজেই নিজেকে প্রজ্জ্বলিত করতে শিখতে হয়। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।