Anything doesn’t mean everything একটি ছড়া একজন বর ভাইকে ডেডিকেট করে লিখেছি, যেই বর ভাইজান হঠাৎ করেই এক রহস্যময় কারনে তার মাথার সব শস্য নাপিতের হাতে বিসর্জন দিয়েছেন। সেই ভাই আমার কলিগ নাহিদ ভাই -- " সখী তোমারো লাগিয়া রান্ধি খিচুড়ি, কাটিয়া পেয়াজ কান্দি -- শ্বশুরের ডরে কাটিলাম চুল, করিলাম বাহির চান্দি। বায়ু ফুরফুর-ক্ষুদ্র কেশর - বরণ মাটির হাড়ি, শয়নকালে মশারীতে বাঝি তুপ করে ঢুকিতে না পারি। সহপাঠী মোরে টাকলু বলে, কেউবা ডাকে বেল- স্নান করিতে পানি লাগে কম, নাম মাত্র লাগে তেল। কাঁদিলে লাগে ভিন-গ্রহি প্রাণী-- হাসিলে দেখায় জীন, হাওয়ার বেলুন ঠুস ফাটিল- যেন মাথায় আলপিন। বাড়িবে কেশর নতুন করে- ফলিবে ফসল আবার, বেণী বাঁধিবে মনের সুখে- তোড়ন পড়িবে জবার। ----------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।