রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলার নলজানী এলাকার আলাউদ্দিনের ছেলে মাজহারুল আলম (১৯), আবেদ আলীর ছেলে পলাশ (২০) এবং ভোগড়ার রশমত আলীর ছেলে মো. রফিক (২১)।
তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, সকালে হেফাজতে ইসলামের মিছিল চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে এরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।
তাদের যাওয়ার জায়গা করে দিতে বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হেফাজতকর্মীরা হামলা চালায় এবং মোটরসাইকেল ভাংচুর করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।