মহা সমারোহে বাংলাদেশে ৪ সিটি কর্পোরেশন নির্বাচন ১৫ জুন,২০১৩ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও স্থানীয় সরকার নির্বাচন। তবে বাংলাদেশের মানুষ আসলে তা মনে করছে না। এটি এখন জাতীয় নির্বাচনের অংশ হিসেবে দেখছে। কারণ বিরোধী দলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, অপর দিকে সরকারের মন্ত্রী, এমপিরা যে পরিমানে নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারনা চালাচ্ছেন তাতে স্বাভাবিক ভাবেই মনে হচ্ছে এটা আওয়ামীলীগ ও বিএনপির অস্তিত্বের লড়াই।
একটি কথা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী মহোদয়রা সব সময় বলে আসছে যে, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। তাই আমরাও সাধারান জনগন মনে করি স্বাধীন নির্বাচন কমিশনের যে সকল ক্ষমতা দেওয়া হয়েছে তার পুরোটাই প্রয়োগ করে তাদের নিরপেক্ষতার পরিচয় দেয়া। এতে করে দুটি জিনিস ক্লিয়ার হবে একটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচন কমিশনের অধিনে হলে সেটা কতটা নিরপেক্ষ হবে
এবং বর্তমান সরকার যে কথায় কথায় স্বাধীন নির্বাচন কমিশন বলে বক্তৃতা দিচ্ছে সেটা বাস্তবে রূপ নিবে।
আমরা আশা করবো বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন তার সকল ক্ষমতা ব্যবহার করে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন। যাতে আগামী জাতীয় নির্বাচনে বিরোধী দল নির্বাচন কমিশন সম্পর্কে কোন অভিযোগ তুলতে না পারে।
তাতে দেশের মানুষও শান্তিতে থাকতে পারবে আর সরকারের ভাবমূর্তি আরও উজ্জল হবে আশা করি। অন্যথায় এই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আবারো দেশে অরাজকতা তৈরী হবে, সাধারন মানুষের ক্ষতি হবে। সাথে সাথে সরকারও তার নৈতিকতার দিক দিয়ে দুর্বল হয়ে পরবে। আর নির্বাচন কমিশন হবে একটি পুতুল মার্কা নির্বাচন কমিশন। যা কাহারও কার্ম নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।